logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইতালিতে বিয়ের অনুষ্ঠানে খাবারের জন্য টাকা চাওয়ায় ক্ষুব্ধ অতিথিরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

অনলাইন ডেস্ক
  ১৭ মার্চ ২০২৫, ১১:৫০
ছবি: সংগৃহীত

ইতালির ফ্লোরেন্সে একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের ডিনারের জন্য টাকা চাওয়া নিয়ে তৈরি হয়েছে বিরাট বিতর্ক। কানাডার ভ্যাঙ্কুভার থেকে ইতালিতে আসা অতিথিরা যখন বিয়ের প্রি ওয়েডিং পার্টিতে পৌঁছান, তখন তাদের জানানো হয় যে, ডিনারের জন্য ৩,৭০০ টাকা দিতে হবে। এই অদ্ভুত নিয়মের জন্য অনেক অতিথি ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা জানিয়েছেন, ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং অনুষ্ঠানে যাওয়ার জন্য ইতোমধ্যেই হাজার হাজার টাকা খরচ করেছেন, তবে সেখানে এসে খাবারের জন্য টাকা চাওয়া তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। অতিথিরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, খাবারের জন্য টাকা চাওয়া বিয়ের অনুষ্ঠানে আতিথেয়তার অভাব এবং অভদ্রতার নিদর্শন। পোস্টটি ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনরা এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইতালিতে চারদিনের সফর শেষে দেশে ফিরেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
ব্রাজিল কোচিংয়ের জন্য আনচেলত্তিকে প্রস্তাব, রিয়াল মাদ্রিদে থাকতে চান ইতালিয়ান কোচ
লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে গোপালগঞ্জের ৩ যুবক নিহত
12