ফেডারেল আদালতের স্থগিতাদেশের পরও ২০০+ ভেনেজুয়েলান গ্যাং সদস্যকে এল সালভাদরে পাঠালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের সাময়িক স্থগিতাদেশ উপেক্ষা করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩৮ জন ভেনেজুয়েলান গ্যাং সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে পাঠিয়ে দিয়েছেন। এসব সদস্য ভেনেজুয়েলার ‘ত্রেন দে আরাগুয়া’ গ্যাংয়ের সদস্য, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এর পাশাপাশি, মেক্সিকান গ্যাং এমএস-১৩ এর ২৩ সদস্যও রবিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক জেমস বোয়ার্সবার্গ ১৭৯৮ সালের ‘বহিঃশত্রু আইন’ ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন। তবে, আদালতের নির্দেশ উপেক্ষা করে বিমানগুলো এল সালভাদরে পৌঁছায়। এ বিষয়ে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুক করে লিখেছেন, "ওহ… বড্ড দেরি হয়ে গেছে।"
বুকেলে জানিয়েছেন, এই গ্যাং সদস্যদেরকে দেশের টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টারে এক বছরের জন্য বন্দি রাখা হবে, এবং পরবর্তীতে এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। প্রেসিডেন্ট বুকেলে আরও বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের কাছে কম অর্থ দেবে, কিন্তু আমাদের জন্য এটি অনেক লাভজনক হবে।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলান অপরাধীদের এল সালভাদরে পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন এবং প্রেসিডেন্ট বুকেলের পদক্ষেপের প্রশংসা করেছেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন