ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩১ নিহত, তীব্র প্রতিক্রিয়া জানালো ইরান ও হামাস

ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর উপর তীব্র বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। মার্কিন যুদ্ধবিমান হুথিদের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড সেন্টারে একের পর এক আঘাত হেনেছে।
ইরান ও হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্প প্রশাসনের এই হামলাকে নিন্দা করে বলেছেন, "ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণের কোনো কর্তৃত্ব নেই"। হামাসও ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকাকে লক্ষ্য করে মার্কিন হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।
এ হামলা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে, এমন দাবি করেছেন ট্রাম্প।
মন্তব্য করুন
আরও পড়ুন