logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের ঘোষণা

ইরাকে আইএসের নেতা আবু খাদিজা নিহত

অনলাইন ডেস্ক
  ১৫ মার্চ ২০২৫, ১৪:১৭
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) পলাতক নেতা আবু খাদিজা নিহত হয়েছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন এবং জানান যে, মার্কিন বাহিনীর সাহসী যোদ্ধারা তাকে দীর্ঘ সময় ধরে তাড়া করে বেড়াচ্ছিলেন।

ট্রাম্প আরও বলেন, অভিযানের সমন্বয়ে ইরাকি সরকার এবং ইরাকি কুর্দিস্তানের কর্তৃপক্ষসহ আন্তর্জাতিক সহযোগিতা ছিল। এর আগে, ১৪ মার্চ ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এই হত্যাকাণ্ডের ঘোষণা দেন। ইরাকি নিরাপত্তা বাহিনী এবং আন্তর্জাতিক জোট বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)ও এ বিষয়ে যৌথ হামলা পরিচালনা করে এবং আবু খাদিজার পরিচয় নিশ্চিত করতে ডিএনএ ম্যাচিং ব্যবহার করা হয়। সেন্টকম জানিয়েছে, নিহত সন্ত্রাসী ইসলামিক স্টেটের সন্ত্রাসী হামলার রসদ সরবরাহ এবং পরিকল্পনার জন্য দায়ী ছিল। অভিযানে আরও একজন জঙ্গিও নিহত হয়েছে, যার পরিচয় প্রকাশ করা হয়নি।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত
যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শনিবার একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ‘সরাসরি আলোচনা’ করবে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও ইলন মাস্কবিরোধী গণবিক্ষোভে উত্তাল
নরেন্দ্র মোদি যোগ দিলেন ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল'-এ, পোস্ট করলেন যৌথ কর্মসূচির ছবি
12