logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের নজরে পড়া সেই গ্রিনল্যান্ডে ভোট আজ

অনলাইন ডেস্ক
  ১১ মার্চ ২০২৫, ১৫:১৫
সংগ্রহীত

নমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে আজ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যদিও গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচন অতীতে বিশ্ববাসীর তেমন দৃষ্টি আকর্ষণ করেনি, এবারের ভোটের পেছনে এক ভিন্ন আবহ রয়েছে। সম্প্রতি, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্য এবং মনোভাবের কারণে, গোটা বিশ্বের নজর এখন এই দ্বীপবাসীর দিকে।

ডেনিশ-গ্রিনল্যান্ড নীতিবিষয়ক বিশেষজ্ঞ নাউজা বিয়ানকো বলেন, "এমনভাবে গ্রিনল্যান্ডকে আলোচনার কেন্দ্রে আসতে দেখা যায়নি।" গ্রিনল্যান্ড প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে এবং এর পররাষ্ট্র ও প্রতিরক্ষা সম্পর্কিত সিদ্ধান্তগুলি কোপেনহেগেনে নেওয়া হয়।

গ্রিনল্যান্ডের জনসংখ্যা ৬০ হাজারের কিছুটা কম, এবং ভোটার সংখ্যা প্রায় ৪৪ হাজার। দ্বীপটির ৩১ আসনের পার্লামেন্টে চার বছর অন্তর অন্তর নির্বাচন হয়, যেখানে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১৬ আসন প্রয়োজন।

নির্বাচনে ছয়টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ফলাফল বুধবার (১২ মার্চ) সকালে পাওয়া যেতে পারে। বর্তমান সরকারের জোটে রয়েছে কমিউনিটি অব দ্য পিপল (আইএ) এবং ফরোয়ার্ড (এস)।

এদিকে, গ্রিনল্যান্ডের প্রায় অব্যবহৃত খনিজ সম্পদের কারণে ট্রাম্পের নজর পড়েছে এ অঞ্চলের ওপর। ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো গ্রিনল্যান্ড কেনার ধারণাটি প্রকাশ করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12