মার্কিন শেয়ারবাজারে ধস, অস্ট্রেলিয়া ও ইউরোপেও নিম্নমুখী সূচক

ছবি: সংগৃহীত
মার্কিন শেয়ারবাজারে অর্থনৈতিক মন্দার শঙ্কা বাড়ানোর কারণে বড় ধরণের পতন হয়েছে। ওয়াল স্ট্রিটে অবস্থা সংকটজনক, যেখানে ন্যাসড্যাক এবং এস অ্যান্ড পি ৫০০ সূচক তলানিতে পৌঁছেছে। এই পতনের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সাক্ষাৎকারের প্রভাব রয়েছে।
ফক্স নিউজের সাক্ষাৎকারে, ট্রাম্প আমেরিকার অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে আশঙ্কা উড়িয়ে দেননি, যা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করেছে। এর ফলে মার্কিন শেয়ারবাজারে পতন ঘটেছে এবং সেদেশের প্রযুক্তি সংস্থাগুলির শেয়ার দরে বড় ধরণের পতন হয়েছে। টেসলার শেয়ার ১৫.৪ শতাংশ, এনভিডিয়ার ৫ শতাংশ এবং মেটা, অ্যামাজন, অ্যালফাবেটের শেয়ারেও কমেছে।
এই উদ্বেগ শুধু মার্কিন শেয়ারবাজারেই সীমাবদ্ধ নয়; জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপেও শেয়ারবাজার নিম্নমুখী রয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন