logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রিন্সেস ডায়ানা সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন সাবেক প্রেমিক জেমস হিউইট

অনলাইন ডেস্ক
  ১০ মার্চ ২০২৫, ১২:২৭
ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারের অন্যতম চর্চিত ও জনপ্রিয় সদস্য প্রিন্সেস ডায়ানার জীবনটি ছিলো নানা গুঞ্জন ও বিতর্কের কেন্দ্রবিন্দু। তার ব্যক্তিগত জীবন, বিশেষত প্রেমের সম্পর্ক ছিল প্রায়শই সংবাদমাধ্যমের শিরোনামে। এমনকি মৃত্যুর প্রায় ২৭ বছর পরেও তিনি সংবাদে থাকেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল তার এবং জেমস হিউইটের সম্পর্ক, যা ১৯৮৬ থেকে ১৯৯১ পর্যন্ত ছিল।

প্রিন্সেস ডায়ানা ও জেমস হিউইটের সম্পর্কের কথা প্রথম ১৯৯৫ সালে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে ডায়ানা নিজেই প্রকাশ করেন। এই অনুষ্ঠানে তিনি তার সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন, যা পুরো ব্রিটিশ রাজপরিবার ও বিশ্বের নজর কেড়ে নেয়। এর পরপরই ব্রিটিশ লেখক আনা পাস্তারনাকের লেখা ‘প্রিন্সেস ইন লাভ’ বইয়ে এই সম্পর্কের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়, যা ডায়ানাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।

যদিও এই সম্পর্ক নিয়ে বহু বছর ধরে নানা গুজব ছড়িয়ে পড়েছিল, এমনকি কিছু প্রচারণায় বলা হয়েছিল যে, প্রিন্স হ্যারির biological father জেমস হিউইট, তবে এটি পরবর্তী সময়ে মিথ্যা প্রমাণিত হয়।

সম্প্রতি, হিউইট তার সেই সম্পর্ক নিয়ে আরও কিছু নতুন তথ্য ফাঁস করেছেন। ৬৬ বছর বয়সী জেমস হিউইট ‘গুড মর্নিং ব্রিটেন’ এর একটি সাক্ষাৎকারে বলেন, প্রিন্সেস ডায়ানা তার দুই সন্তানের (প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি) সম্পর্কের অবনতি নিয়ে বিশেষ দুশ্চিন্তা করতেন। তিনি সব সময় তাদের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। হিউইট জানান, “যেকোনো মা তার সন্তানদের সম্পর্ক নিয়ে চিন্তা করবেন, আর ডায়ানাও ব্যতিক্রম ছিলেন না। তিনি চেয়েছিলেন যে, তার সন্তানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।”

হিউইট আরও জানান, ১৯৯৫ সালের প্যানোরামা সাক্ষাৎকারের পর তার জীবনে অনেক পরিবর্তন আসে। তিনি বলেন, “ডায়ানার সাক্ষাৎকারের পর গণমাধ্যমে আমার বিরুদ্ধে প্রচুর নেতিবাচক মন্তব্য আসতে থাকে। আমাকে ‘লাভ র‍্যাট’ আখ্যা দেওয়া হয় এবং সে সময়ই আমি চাকরিচ্যুত হই। আমার সুনাম ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। এরপর অনেক বছর আমি জনসমক্ষে আসিনি এবং লোকচক্ষুর আড়ালে জীবন কাটিয়েছি।”

হিউইট বলেন, সেই সাক্ষাৎকারে ডায়ানা তাকে আগে জানিয়ে দিয়েছিলেন যে, তার সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ করা হবে, তবে তিনি জানতেন না যে, এতে তার ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে এত বড় বিপর্যয় আসবে। তিনি আরও বলেন, ডায়ানার দেওয়া সাক্ষাৎকারের মধ্যে অনৈতিকভাবে তাদের সম্পর্কের বিষয়টি আনা হয়েছিল শুধুমাত্র শোরগোল তৈরির জন্য, যা তার জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে।

ডায়ানার দেওয়া ওই সাক্ষাৎকারের পর, অনেক বছর ধরে চলতে থাকা গুজবের মধ্যে ছিল যে, হিউইট সম্ভবত প্রিন্স হ্যারির biological father, কারণ হিউইটের চুল ছিল লাল, যা প্রিন্স হ্যারির চুলের সঙ্গে মিলে যায়। তবে হিউইট এই গুজবকে একেবারেই অস্বীকার করেছেন এবং বলেছিলেন, “আমি তাদের সঙ্গে শুধু খেলতাম, সাঁতার কাটতাম, ঘোড়া চালানো শেখাতাম—এটা ছিল আমার পেশাগত দায়িত্ব।”

এদিকে, প্রিন্স হ্যারি তার স্মৃতিকথা ‘স্পেয়ার’–এ এই গুজব সম্পর্কে লেখেন, “এটা খুবই হাস্যকর। গুজবটির একটি কারণ হতে পারে হিউইটের চুল লাল, তবে এমন কিছু ছিল না।”

জেমস হিউইট এখন ইউক্রেনে যুদ্ধাহতদের পুনর্বাসনে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছেন এবং তার জীবন থেকে বহু বছর পর, এই সাক্ষাৎকারে তিনি ডায়ানার সঙ্গে সম্পর্কের শেষ বিষয়গুলো শেয়ার করেছেন, যা আগে কেউ জানত না।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12