logo
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ইয়েমেনের সমুদ্র উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ১৮০ অভিবাসনপ্রত্যাশী

অনলাইন ডেস্ক
  ০৭ মার্চ ২০২৫, ১৮:৫৪
সংগ্রহীত

ইয়েমেনের সমুদ্র উপকূলে চারটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন ১৮০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। জাতিসংঘের অভিবাসন বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এই অভিবাসনপ্রত্যাশীরা পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সলিল সমাধি ঘটে তাদের। আইওএম জানায়, নিখোঁজ ব্যক্তিদের কোন কোন দেশ থেকে এসেছেন সে সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, অধিকাংশই ইথিওপিয়া থেকে আসা।

ইথিওপীয় অভিবাসনপ্রত্যাশীরা সাধারণত ইয়েমেনকে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে পৌঁছানোর রুট হিসেবে ব্যবহার করেন। এই পথে আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই ঝুঁকি নিয়ে সমুদ্র পারাপার করেন, এবং গত জানুয়ারি মাসেও ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ২০ জন ইথিওপীয় নিখোঁজ হয়েছিল।

আইওএমের তথ্যমতে, ২০২৪ সালে এই রুট ব্যবহার করে ইয়েমেনে ৬০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন এবং তাদের মধ্যে অন্তত ৫৫৮ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12