থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত, আহত ২৩

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন। বুধবার ট্যুর বাসটি ব্রেক ফেইল করে উঁচু রাস্তা থেকে নিচে পড়ে গেলে এই প্রাণঘাতী ঘটনা ঘটে। বাসে প্রায় ৪৯ জন আরোহী ছিল, যার মধ্যে বেশিরভাগই প্রাপ্তবয়স্ক।
পুলিশ জানায়, বাসটি রাস্তার উপর দিয়ে নামছিল এবং চালক ব্রেক ফেইল করার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় হতাহতদের মধ্যে সবাই থাই নাগরিক, চালকসহ সবাই। দুর্ঘটনার পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনার হার বেশ উচ্চ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে মৃত্যুর দিক থেকে নবম স্থানে রয়েছে। ২০২৩ সালে থাইল্যান্ডে এক স্কুল বাসে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে ২৩ জন নিহত হয়েছিল।
এদিকে, রাস্তাগুলোর খারাপ রক্ষণাবেক্ষণ এবং যানবাহনের নিরাপত্তা মানের দুর্বল প্রয়োগকে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
মন্তব্য করুন