আবারও অবৈধ ভারতীয়দের হাত-পা বেঁধে পাঠাল আমেরিকা

গত শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা হাতকড়া ও শিকলে বেঁধে ফেরত পাঠানো হয়েছে, এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। একজন ফেরত আসা অভিবাসী দাবি করেছেন, তাদের বিমানযাত্রার সময় হাতকড়া পরানো ছিল এবং পা-ও শিকলে বাঁধা ছিল।
এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর প্রথম এই ধরনের ফেরত পাঠানো কার্যক্রম। এর আগে, ৫ ফেব্রুয়ারি, ট্রাম্পের সামরিক বিমানে ১৪৩ জন ভারতীয় অভিবাসীকে হাতকড়া এবং শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছিল। এটি নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়, এবং কংগ্রেস নেতা পি চিদম্বরম এই পদক্ষেপকে ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন।
এই ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে ১১৬ জনকে গত শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের অতীত যাচাই করা হয়। ফেরত পাঠানো অধিকাংশ অবৈধ প্রবাসী পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। এর মধ্যে দু'জন খুনের মামলায় অভিযুক্ত ছিলেন, তাদের গ্রেফতার করে পুলিশ।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন, এই ধরনের ফেরত পাঠানো এবং শিকল-হাতকড়া পরানোর বিষয়টি আমেরিকার অভ্যন্তরীণ আইনের অংশ। তবে, মহিলা এবং শিশুদের জন্য এই পদক্ষেপ প্রযোজ্য হয়নি।
এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে এবং এ বিষয়ে মোদি সরকারের কূটনৈতিক সফলতার দিকটি খতিয়ে দেখা হচ্ছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন