logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২৫ মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে গত ২৪ ঘণ্টায় আরও ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনি চিকিৎসক ও উদ্ধারকারী দল। এর মাধ্যমে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮,২৬৪ জনে। গত ৪৮ ঘণ্টায় আরও ১২ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ফলে মোট আহতের সংখ্যা ১,১১,৬৮৮ জনে পৌঁছেছে।

এদিকে, গাজায় ধ্বংসস্তূপে অনেক মানুষ এখনও আটকে রয়েছে, তবে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসরায়েলি আক্রমণ থামেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের বর্বর আক্রমণ অব্যাহত ছিল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনিদের দুর্দশাকে ‘যীশু খ্রিস্টের কষ্ট’র সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ
ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত
গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস
12