logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার দাবি মার্কিন লেখিকার

অনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী, মার্কিন ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার দাবি করেছেন মার্কিন লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। শুক্রবার এক পোস্টে তিনি এই দাবি করেন, এবং জানান যে, প্রায় পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন।

অ্যাশলে সেন্ট ক্লেয়ার জানিয়েছেন, এতদিন তিনি সন্তানের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখতে এই বিষয়টি গোপন রেখেছিলেন। তবে সম্প্রতি একটি ট্যাবলয়েড মিডিয়া তার সন্তানের খবর জেনে গেলে, তিনি এই ঘটনা প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।

এটি ইলন মাস্কের সন্তানসংখ্যার মধ্যে একটি নতুন সংযোজন, যেহেতু এর আগে তিনি চার নারীর সঙ্গে ১২টি সন্তান জন্ম দিয়েছিলেন। তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে পাঁচটি সন্তান রয়েছে, যার মধ্যে রয়েছে যমজ সন্তান ভিভিয়ান এবং গ্রিফিন, এবং তিনটি আরও সন্তান— কাই, স্যাক্সন, এবং ড্যামিয়ান।

পপ তারকা গ্রিমসের সঙ্গে মাস্কের তিনটি সন্তান রয়েছে: এক্স, এক্সা ডার্ক সাইডারেল, এবং টেকনো মেকানিকাস। এছাড়া নিউরালিংকের নির্বাহী শিভন জিলিসের সঙ্গে মাস্কের যমজ সন্তান রয়েছে, যাদের গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে দেখা গিয়েছিল।

অ্যাশলে সেন্ট ক্লেয়ার, যিনি "এলিফ্যান্ট আর নট বার্ডস" নামে একটি বই লিখে জনপ্রিয় হন, তার দাবি এখনো নিশ্চিত না হলেও, ইলন মাস্কের সন্তান সংখ্যা নিয়ে এটি নতুন আলোচনা তৈরি করেছে।
জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত
ইরানের সঙ্গে ব্যবসা, মার্কিন নিষেধাজ্ঞার কবলে দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী
যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও ইলন মাস্কবিরোধী গণবিক্ষোভে উত্তাল
যুক্তরাষ্ট্র ও জার্মানিতে চলমান সহিংসতা, ইলন মাস্কের বিরুদ্ধে ক্ষোভ
12