ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা বৃদ্ধি

ভারতে মুসলিমসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা ২০২৪ সালে প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেট ল্যাব। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে জাতীয় নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের সংখ্যা বেড়েছে।
গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় মিছিল, প্রতিবাদ ও সাংস্কৃতিক সমাবেশের মতো বিভিন্ন জনসমাগমে ১১৬৫টি বিদ্বেষমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। এক বছর আগে এই সংখ্যা ছিল ৬৬৮টি।
ভারতে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের এই বৃদ্ধির বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত ভারতের দূতাবাস কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য মোদি সরকারের নীতির সমালোচনা করেছে।
মন্তব্য করুন