logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিরিয়ায় আলাওইত সম্প্রদায়ের গ্রামে হামলা, নারী-শিশুসহ নিহত ১০

অনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩
ছবি: সংগৃহীত

সিরিয়ার হামা প্রদেশের আরঝাহ গ্রামে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাওইত সম্প্রদায়ের সদস্যরা রয়েছেন।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার (৩১ জানুয়ারি) আলাওইত সম্প্রদায়ের গ্রাম আরঝাহতে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়ির দরজায় কড়া নাড়ে এবং মানুষের দিকে সাইলেন্সারযুক্ত পিস্তল দিয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়।

সংস্থার প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, নিহতদের মধ্যে একটি শিশু ও এক বৃদ্ধা নারীও রয়েছেন।

এ ছাড়া সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম আল-ওয়াতান পত্রিকা হামার এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী আরঝাহ গ্রাম ঘেরাও করে হত্যাকারীদের ধরার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, হামলায় সিরিয়ার সাবেক সেনা সদস্য ও সরকারি কর্মকর্তারাও নিহত হয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুটি গাড়িতে করে সাতজন বন্দুকধারী গ্রামে প্রবেশ করে এবং অস্ত্র পরিদর্শনের অজুহাতে বাড়িগুলোতে ঢোকে। এরপর তারা পুরুষদের বাড়ির বাইরে এনে হাঁটু গেড়ে বসিয়ে ঠাণ্ডা মাথায় হত্যা করে।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর নিহতদের হামা ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের দাফন করা হয়।

২০২৪ সালের ডিসেম্বরের প্রথম দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। নতুন সরকার আশ্বস্ত করলেও আলাওইত সম্প্রদায়ের সদস্যরা প্রতিশোধের আশঙ্কায় রয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ পতনের পর থেকে কমপক্ষে ১৬২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মূলত আলাওইতদের লক্ষ্য করে সংঘটিত হয়েছে।

এই হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ঘরে ঘরে ঢুকে হত্যা, এক হাজারের বেশি নিহত
সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান সিরিয়ার নতুন নেতার
সিরিয়ায় ক্ষমতাচ্যুত আসাদ অনুগতদের সাথে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৪৮
সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করছে পেন্টাগন
12