logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের পর এবার আয়রন ডোমের পথে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:০৪
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইজরায়েলের মতো একটি ‘আয়রন ডোম’ সিস্টেম যুক্তরাষ্ট্রে তৈরি করার পরিকল্পনা করছেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আকাশপথ কে আরও সুরক্ষিত রাখতে চায়।

সোমবার মায়ামিতে রিপাবলিকান শিবিরের এক কর্মসূচিতে ট্রাম্প বলেন, "আমাদের অবিলম্বে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অত্যাধুনিক আয়রন ডোম তৈরির কাজ শুরু করতে হবে।"

আয়রন ডোম হল একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশে চলমান ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝপথে ধ্বংস করে দেয়। ইজরায়েল এটি ব্যবহার করে আকাশপথের সুরক্ষা নিশ্চিত করে থাকে, বিশেষত হামাস এবং হিজবোল্লাহর মত সন্ত্রাসী সংগঠনের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পেতে।

এই ব্যবস্থার মাধ্যমে ইজরায়েল তার আকাশপথে আগত প্রায় সব ধরনের ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে।

ইজরায়েলের এই সিস্টেম আমেরিকার প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছিল। এখন যুক্তরাষ্ট্র নিজেও এর মত একটি সিস্টেম গড়ে তুলতে চায়, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।

ট্রাম্প এই পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে বলেন, "যত দ্রুত সম্ভব এই সিস্টেম তৈরি করতে হবে, যাতে দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়।" তিনি জানান, শীঘ্রই এই প্রকল্পের জন্য একটি সরকারি নির্দেশিকা জারি করা হবে, যার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা তৈরির কাজ শুরু হবে।

ইজরায়েলের জন্য এই আয়রন ডোম ব্যবস্থা অত্যন্ত কার্যকরী, কারণ এটি দেশের সীমান্তে আছড়ে পড়তে থাকা ক্ষেপণাস্ত্র গুলোকে ধ্বংস করে দেয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত
যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শনিবার একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ‘সরাসরি আলোচনা’ করবে
যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও ইলন মাস্কবিরোধী গণবিক্ষোভে উত্তাল
নরেন্দ্র মোদি যোগ দিলেন ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল'-এ, পোস্ট করলেন যৌথ কর্মসূচির ছবি
12