logo
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সুদানে ড্রোন হামলায় ৭০ জন নিহত, ধ্বংস হাসপাতাল

অনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪১
ছবি: সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরের একটি হাসপাতাল ড্রোন হামলার শিকার হয়েছে। এতে অন্তত ৭০ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলা হয় বলে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, সৌদি হাসপাতাল নামে পরিচিত ওই স্থাপনাটি দারফুর অঞ্চলের অন্যতম কার্যকর হাসপাতাল ছিল। হামলার ফলে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হাসপাতালটিতে জরুরি চিকিৎসা সেবা দেয়া হতো।

এ হামলার জন্য কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তবে সুদানের সরকার জানিয়েছে, আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই হামলার পেছনে থাকতে পারে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে। এর মধ্যে দারফুর অঞ্চলের বড় অংশ আরএসএফের নিয়ন্ত্রণে চলে গেছে। মে মাস থেকে তারা এল-ফাশার শহর ঘিরে রেখেছে, তবে শহরটি দখলে নিতে ব্যর্থ হয়েছে।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগেও একই ভবনে আরএসএফ পরিচালিত ড্রোন হামলা হয়েছিল। সাম্প্রতিক সময়ে এল-ফাশারের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।

জাগতিক /এআর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আহমেদ আল-শারা আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সফর করবেন
শীর্ষ সেনা কর্মকর্তাসহ ২০ জন নিহত, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
ফুটবল বিশ্বকাপ জয়ী মেসুত ওজিল এখন তুরস্কের রাজনীতিতে
পাকিস্তানে দুই দিনের সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
12