আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার সরকার ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির জ্বালানি মন্ত্রণালয় হতে এ তথ্য জানা যায়। চুক্তি বাতিলের কারণ হিসেবে দুর্নীতির অভিযোগ এবং প্রকল্প নিয়ে নানা বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, গত বছর আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর শ্রীলঙ্কার বর্তমান প্রশাসন আদানির স্থানীয় প্রকল্পগুলো নিয়ে তদন্ত শুরু করে। এর আগে ২০২৪ সালের মে মাসে পূর্ববর্তী সরকার আদানির একটি প্রস্তাবিত উইন্ড পাওয়ার প্রকল্প থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ৮.২৬ সেন্ট দরে কেনার চুক্তি করেছিল।
তবে, বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বাধীন সরকার চলতি মাসে ওই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যদিও প্রকল্পটি বাতিল করা হয়নি, পুরো প্রকল্প পুনর্মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
এক জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, “সরকার বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে, তবে প্রকল্পটি বন্ধ হয়নি। এটি পুনর্মূল্যায়নের জন্য একটি কমিটি কাজ করবে।”
প্রস্তাবিত ৪৮৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উইন্ড পাওয়ার প্রকল্পটি মান্নার ও পুনেরিন উপকূলীয় এলাকায় নির্মাণের কথা ছিল। তবে পরিবেশগত উদ্বেগ নিয়ে ইতোমধ্যে এ প্রকল্প সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সরকারি নথি অনুযায়ী, চলতি মাসে মন্ত্রিসভা প্রকল্পটির নির্মাণ পরিকল্পনা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি থেকে সরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিরোধী দল হিসেবে থাকা অবস্থায় বর্তমান শাসক দল এ চুক্তির কড়া সমালোচনা করেছিল।
আদানি গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্তকে তারা “পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার অংশ” হিসেবে দেখছে। তারা আরও বলেছে, নতুন সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক, যাতে তাদের বর্তমান নীতি ও অগ্রাধিকার নিশ্চিত হয়।
এই চুক্তি বাতিলের পর আদানি গ্রুপের শেয়ার শুক্রবার মুম্বাই শেয়ারবাজারে প্রায় তিন শতাংশ হ্রাস পেয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের অর্থনৈতিক সংকটের পর আদানি গ্রুপ প্রথম বিদেশি বিনিয়োগকারী হিসেবে শ্রীলঙ্কায় বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল। তবে তাদের ৪৪২ মিলিয়ন ডলারের এই প্রকল্প শুরু থেকেই নানা আইনি জটিলতার নধ্যে পরেছে।
মন্তব্য করুন