মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে এক হাজার সেনা ও পাঁচশ নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
তারা সেখানে সীমান্ত মিশনে কাজ করবেন, যদিও সরাসরি আইন প্রয়োগে জড়িত থাকবেন না। এ সেনা মোতায়েনের জন্য দুটি সি-১৭, দুটি সি-১৩০ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হবে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রবার্ট সেলেসেস জানিয়েছেন, পাঁচ হাজারের বেশি অভিবাসীকে সরাতে সামরিক বিমানের ব্যবস্থা করা হচ্ছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে আরও ১৫০০ সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ট্রাম্প তার বক্তব্যে বলেছেন, "অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবে, তাদের গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।" তিনি বাইডেন প্রশাসনের অভিবাসন নীতিকে তীব্র সমালোচনা করে বলেন, "বাইডেনের সময়ে রেকর্ডসংখ্যক অবৈধ অভিবাসী সীমান্ত অতিক্রম করেছে।" তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানান, দুই দেশের মধ্যে অভিবাসন নিয়ে আলোচনা শুরু হয়েছে। মেক্সিকো ট্রাম্পের প্রস্তাব, যেখানে আশ্রয়প্রার্থীদের দাবিগুলো প্রক্রিয়াধীন থাকা পর্যন্ত মেক্সিকোতে অপেক্ষা করার কথা বলা হয়, তা প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তার ভাষণে তিনি অবৈধ অভিবাসন বন্ধ করার অঙ্গীকার করেছিলেন এবং মেক্সিকোর মাদক চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার আদেশ দিয়েছেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন