logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাজায় ১০ বছর লাগবে অবিস্ফোরিত বোমা সরাতে, বিশাল চ্যালেঞ্জ সামনে

অনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৩
ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধের অবসান হলেও, সেখানে যুদ্ধে ব্যবহৃত অনেক অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ উদ্ধার একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তাসংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, এসব যুদ্ধাস্ত্র সরাতে প্রায় ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

গাজায় ১৫ মাসের দীর্ঘ যুদ্ধের পর যেসব ল্যান্ডমাইন এবং অন্যান্য অবিস্ফোরিত গোলাবারুদ ফেলে রাখা হয়েছে, সেগুলো সরানো গাজার পুনর্গঠন প্রক্রিয়ার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে।

প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ হবে ওসিএইচএ জানিয়েছে, গাজায় প্রায় ৪২ মিলিয়ন টন ধ্বংসস্তূপের নিচে বিস্ফোরক যুদ্ধাস্ত্র চাপা পড়েছে। এসব সরাতে ৫০০ মিলিয়ন ডলারের মতো খরচ হতে পারে এবং এই কাজ সম্পন্ন করতে ১০ বছরেরও বেশি সময় লাগবে।

ধ্বংসস্তূপে শুধু বিস্ফোরক যুদ্ধাস্ত্রই নয়, অ্যাসবেস্টস, অন্যান্য বিপজ্জনক দূষক পদার্থ এবং মানুষের কঙ্কালও রয়েছে। এসব দূষক পদার্থ পরিস্কার করতে আরও অধিক সময় এবং সম্পদের প্রয়োজন হবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ত্রাণ সংস্থাগুলো খাদ্য সরবরাহ বাড়ানোর কাজ শুরু করেছে। বেকারিগুলো চালু করা হচ্ছে, হাসপাতালগুলো পুনরায় সচল হচ্ছে এবং পানি সরবরাহের লাইনগুলো মেরামত করা হচ্ছে।
গাজায় নিহতদের সংখ্যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যা অঞ্চলের মানবিক পরিস্থিতি আরও খারাপ হওয়া নির্দেশ করছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পুতিন চুক্তি না করলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের
গাজায় পৌঁছালো ৫৫২টি ত্রাণবাহী ট্রাক
রোববার ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
গাজার রাস্তায় মানুষের ঢল: যুদ্ধবিরতির খবরে আশার আলো