ক্যালিফোর্নিয়ায় আবারও ছড়াচ্ছে দাবানল, বিপর্যস্ত জনজীবন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে নতুন একটি দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। বুধবার (২২ জানুয়ারি) হিউজ ফায়ার নামে পরিচিত এই আগুন ইতোমধ্যেই প্রায় ৮ হাজার একর (৩২ বর্গকিলোমিটার) এলাকা গ্রাস করেছে। প্রবল বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এ অবস্থায় ১৯ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হিউজ ফায়ার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তরে শুরু হয়েছে। এটি দমকল বাহিনীর ওপর চাপ বাড়িয়েছে, কারণ এর আগে মেট্রোপলিটন এলাকায় ছড়ানো দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার কাজ শেষ হয়েছে।
কয়েক ঘণ্টার মধ্যে নতুন এই আগুন ইটন ফায়ারের অর্ধেকেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, ইটন ফায়ার চলতি মাসের শুরুর দিকে অঞ্চলটিতে বড় ধরনের ক্ষতি করেছিল।
কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, তারা "জীবনের জন্য তাৎক্ষণিক হুমকির" মধ্যে রয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় এখনো চরম অগ্নি-ঝুঁকির জন্য রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ১৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার সম্ভাব্য পরিকল্পনার কথা জানানো হয়েছে। এদিকে অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের প্রায় ৭ লাখ একর বনভূমি দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ১ হাজার ১০০ দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, যা আগুনের ঝুঁকি আরও বাড়িয়েছে। তবে আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দমকল বাহিনীর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।
জাগতিক/ এএস
মন্তব্য করুন