বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা জয় শংকরের
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এটি ছিল মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকের পর ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর নিজেই এ তথ্য জানান।
সংক্ষিপ্ত এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, “আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। তবে এ বিষয়ে বিস্তারিত বলা ঠিক হবে না।”
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বৈঠকের পাশাপাশি নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গেও জয়শঙ্করের আলোচনা হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, চীন পরিস্থিতি, এবং বাণিজ্য সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গেও কথা হয়েছে।
অন্যদিকে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। বৈঠকে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রে ভারতীয় পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি আলোচনার এজেন্ডায় থাকতে পারে।
এছাড়া ট্রাম্প প্রশাসনের অধীনে বাণিজ্যিক শুল্ক নিয়ে উদ্বেগের বিষয়টিও ভারতের আলোচ্য বিষয়গুলোর একটি। যুক্তরাষ্ট্র ভারতকে উচ্চ শুল্ক আরোপকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে ভারত কৌশলগতভাবে কাজ করছে।
উল্লেখ্য, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা করেছেন। ভারতের এ উদ্যোগকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল হিসেবে দেখা হচ্ছে।
জাগতিক/ এ এস
মন্তব্য করুন