পুতিন চুক্তি না করলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের
ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি আলোচনার টেবিলে বসতে অস্বীকৃতি জানান, তবে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
হোয়াইট হাউসে এক সাংবাদিক প্রশ্ন করেন, "পুতিন যদি যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি না হন, তাহলে কি রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হবে?" জবাবে ট্রাম্প বলেন, "মনে হচ্ছে তাই হবে।"
গত সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন। তিনি বলেছিলেন, "কিয়েভকে রাশিয়ার প্রতি ছাড় দিতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করবে।
পুতিনের ভূমিকার সমালোচনা করে ট্রাম্প বলেন, পুতিনকে একটি চুক্তি করা উচিত। আমি মনে করি তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন।
ট্রাম্প আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সঙ্গে শান্তি চুক্তি নিয়ে কথা বলেছেন। জেলেনস্কি যুদ্ধের অবসানে একটি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে, যা এখনো চলমান। এই যুদ্ধে লাখো মানুষের প্রাণহানি এবং ইউক্রেনের অবকাঠামো ধ্বংস হয়েছে। ট্রাম্পের মতে, চলমান যুদ্ধ রাশিয়া ও পুতিনের জন্য আরও ক্ষতিকর হয়ে উঠছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তা রাশিয়ার অর্থনীতি এবং বৈশ্বিক অবস্থানের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন