logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ট্রাম্পের শুল্ক হুমকিতে এশিয়ার শেয়ারবাজার ও মুদ্রায় অস্থিরতা

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১১:৫৯
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর মঙ্গলবার (২১ জানুয়ারি) এশিয়ার শেয়ারবাজার ও মুদ্রাবাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। নিক্কেই এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘোষণা এশিয়ার মুদ্রাগুলোকে ডলারের বিপরীতে শক্তিশালী করলেও দিনব্যাপী লেনদেনে অস্থিরতা ছিল।

মঙ্গলবার একটি নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প জানান, মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে, যা ১ ফেব্রুয়ারি কার্যকর হতে পারে। তার এই মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয় এবং এশিয়ান মুদ্রার মান নিম্নমুখী হতে শুরু করে। কারণ, শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি করতে পারে।
এর আগে, সকাল পর্যন্ত ট্রাম্প শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ না করায় বাজার কিছুটা স্থিতিশীল ছিল। বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন, তিনি হয়তো একটি পরিমিত নীতি গ্রহণ করবেন। তবে বিকেলে তার বক্তব্যের পর পরিস্থিতি বদলে যায়।

বিএনওয়াইয়ের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট উই খুন চং বলেন, "বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা অব্যাহত থাকবে। তবে বাজার যদি আজ সামান্য ইতিবাচক থাকে, সেটাও যথেষ্ট ভালো ফলাফল হবে।"
লিগ্যাল অ্যান্ড জেনারেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের এশিয়া বিষয়ক প্রধান কুশলী বেঞ্জামিন বেনেট জানান, বিনিয়োগকারীরা প্রথম দিনেই শুল্ক আরোপ না হওয়ায় কিছুটা স্বস্তি পেলেও বাজার এখনো বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি।

এশিয়ার মুদ্রার অবস্থা
জাপানি ইয়েন এক ডলারের বিপরীতে বিকেলে ইয়েনের মান দাঁড়ায় ১৫৪.৭৯, যা এক মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী। সকালে এটি ১৫৬ অতিক্রম করেছিল।
চীনা ইউয়ান অফশোর ইউয়ান দিনের শুরুতে শক্তিশালী হলেও পরে ৭.২৮৯১-এ নেমে আসে। অনশোর ইউয়ানও ৭.২৮৩০-এ দুর্বল হয়।
সিঙ্গাপুর ও হংকং ডলার এদিন এই দুই মুদ্রার মানও দুর্বল হতে দেখা যায়।
মিজুহো সিকিউরিটিজের প্রধান গ্লোবাল ডেস্ক স্ট্র্যাটেজিস্ট শোকি ওমোরি বলেন, "জাপানের কেন্দ্রীয় ব্যাংকের (বিওজে) আসন্ন বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের শুল্ক নীতির অনিশ্চয়তা তাদের সতর্ক থাকতে বাধ্য করবে।

সিঙ্গাপুরের মেব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ফিওনা লিম বলেন, "ট্রাম্পের বাণিজ্যনীতি এশিয়ান মুদ্রাগুলোকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে থাকবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির আশঙ্কা এশিয়ান মুদ্রার মান দুর্বল রাখার অন্যতম কারণ।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত এশিয়ান বাজারগুলোকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করবে। বিশেষ করে এশিয়ার রপ্তানি-নির্ভর অর্থনীতি এই নীতির সরাসরি ক্ষতির মুখে পড়তে পারে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পুতিন চুক্তি না করলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের