logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শপথের পর মেলানিয়াকে নিয়ে নাচলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথের পরদিন, সোমবার (২০ জানুয়ারি), তার নতুন মেয়াদের সূচনাকে ঘিরে আয়োজিত বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি।

এদিন ওয়াশিংটনের তিনটি স্থানে প্রেসিডেনশিয়াল ইন্যাগিউরাল বল অনুষ্ঠিত হয়। এগুলো হলো কমান্ডার-ইন-চিফ বল, লিবার্টি ইন্যাগিউরাল বল এবং স্টারলাইট বল। প্রথম অনুষ্ঠানে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নাচের মধ্য দিয়ে বিশেষ মুহূর্ত তৈরি করেন ডোনাল্ড ট্রাম্প। একই সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকেও নাচতে দেখা যায়।

নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করেছেন। এর মধ্যে রয়েছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল, জলবায়ু নীতি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার, এবং ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৬ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা।

এই উদযাপনের মধ্য দিয়ে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের যাত্রা শুরু করলেন। আন্তর্জাতিক অঙ্গনসহ নানা ক্ষেত্রে তার নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাগতিক/ র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পুতিন চুক্তি না করলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের শুল্ক হুমকিতে এশিয়ার শেয়ারবাজার ও মুদ্রায় অস্থিরতা
দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ায় যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প