গাজায় পৌঁছালো ৫৫২টি ত্রাণবাহী ট্রাক
দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ৫৫২টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ত্রাণবাহী ট্রাকগুলোতে গাজার জন্য জরুরি সহায়তা সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সামগ্রী, খাদ্যদ্রব্য, শাকসবজি, জ্বালানি, ময়দা ও মাংস। ত্রাণগুলো গাজার বিভিন্ন অংশে বিতরণ করা হচ্ছে। বিশেষ করে, ২৪২টি ট্রাক উত্তর গাজায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ইসরায়েল ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে ২১ জন কিশোর এবং ৬৯ জন নারী। অন্যদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, যুদ্ধবিরতির মাধ্যমে গাজার জনগণের জন্য মানবিক সহায়তার পথ উন্মুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা সহিংসতার পর এই উদ্যোগকে দুই পক্ষের জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গাজার স্থানীয় বাসিন্দারা এই ত্রাণ সাহায্য পেয়ে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে শান্তি বজায় রাখা এবং সংকট নিরসনে উভয় পক্ষের কার্যকর ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জাগতিক /আ-র
মন্তব্য করুন