ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউজে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (বাংলাদেশ সময় রাত ১১টা) কংগ্রেস ভবনের রোটুন্ডায় তিনি শপথ নেন। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স।
শপথের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখার কারণ আছে। শিগগিরই পরিবর্তন আসবে।” এ সময় তিনি ঘোষণা দেন, মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে জরুরি অবস্থা জারি করা হবে।
শপথ অনুষ্ঠানের দিন ওয়াশিংটনজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তা নিশ্চিত করেন। শীতের তীব্রতার কারণে কংগ্রেস ভবনের ভেতরে শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে ২০ হাজার অতিথির আসন ছিল। বাকিরা ন্যাশনাল মলে বড় স্ক্রিনে অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন। শপথের পর ক্যাপিটল থেকে হোয়াইট হাউজ পর্যন্ত এক জমকালো প্যারেডের আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং টিকটকের প্রধান নির্বাহী শৌ চিউ উপস্থিত ছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনসহ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও অনুষ্ঠানে যোগ দেন।
বিদেশি রাষ্ট্রপ্রধানদের মধ্যে ইতালির জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির ভিক্টর অরবান, আর্জেন্টিনার জাভিয়ার মিলেই এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানানোয় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
১৯৮৫ সালের পর এই প্রথম কংগ্রেস ভবনের ভেতরে শপথ অনুষ্ঠিত হলো। এর আগে ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যান একই স্থানে শপথ নেন। পাশাপাশি, গ্রোভার ক্লিভল্যান্ডের পর ১২০ বছরে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট পরাজয়ের পর পুনরায় নির্বাচিত হয়ে হোয়াইট হাউজে ফিরলেন।
মন্তব্য করুন