ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদত্যাগ
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) তিনি মন্ত্রিসভায় নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বেন গাভীরের দল, কট্টর ডানপন্থি জিউইশ পাওয়ার পার্টিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দলের অন্য কয়েকজন মন্ত্রীও পদত্যাগ করবেন বলে জানা গেছে। রোববার এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক নথিপত্র সরকারের কাছে জমা দেওয়া হবে।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ক্ষোভ থেকেই বেন গাভীর এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বৃহস্পতিবার তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটকে সতর্ক করে বলেছিলেন, যদি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করা হয়, তাহলে তিনি এর বিরোধিতা করবেন।
তবে বেন গাভীর ও তার দলের এই সিদ্ধান্ত নেতানিয়াহুর সরকারের ওপর তেমন কোনো বড় প্রভাব ফেলবে না। কারণ, জিউইশ পাওয়ার পার্টির অধীনে ছিল মাত্র ৬টি আসন। জোট সরকার থেকে তাদের সরে যাওয়ার পরেও সরকার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম থাকবে। নেতানিয়াহুর জোট সরকারের আসন সংখ্যা ৬৮ থেকে কমে ৬২তে দাঁড়াবে, যা সরকার চালানোর জন্য যথেষ্ট।
এ পদত্যাগ ও জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ইসরায়েলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে সরকারের স্থিতিশীলতা আপাতত বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
জাগতিক/ আ-র
মন্তব্য করুন