লস অ্যাঞ্জেলেসে দাবানল: ‘আগুন টর্নেডো’ নিয়ে শঙ্কা, রেড ফ্ল্যাগ জারি
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে পুড়ছে। গত ৯ দিন ধরে চলমান এই আগুনে এখন পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নতুন করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন অগ্নিনির্বাপণ কর্মীরা।
স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) থেকে ‘সান্তা অ্যানা’ নামের ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে, যা পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলেছে। আবহাওয়াবিদরা বলছেন, এতে আগুনের গতি বেড়ে ‘আগুন টর্নেডো’ সৃষ্টি হতে পারে।
দাবানলটি শুরু হয় ৭ জানুয়ারি, যা ইতোমধ্যে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। ছোট-বড় ১২টি আলাদা স্থানে আগুন লেগেছে। প্যাসেফিক প্যালিসেডস অঞ্চলে সাড়ে পাঁচ হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
প্যালিসেডস থেকে ৪০ কিলোমিটার দূরে আলটাডেনা এলাকায় ইটন ফায়ার নামে আরেকটি আগুন আরও পাঁচ হাজার স্থাপনা ধ্বংস করেছে। এই দুই এলাকাতেই এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দাবানলপ্রবণ অঞ্চলে বাতাস শুষ্ক এবং গতিবেগ অনেক বেশি। এর ফলে আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় আগুন নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করে জানানো হয়েছে, ঝোড়ো বাতাস আরও এক সপ্তাহ ধরে বইতে পারে।
এমন অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জাগতিক আ-রহমান।
মন্তব্য করুন