ভারতীয় সেনাপ্রধানের কার্যালয় থেকে সরানো হলো ঐতিহাসিক ছবি
১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তের ছবিটি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদির অফিস থেকে সরিয়ে ফেলা হয়েছে। নয়াদিল্লির রাইসিনা হিলে অবস্থিত সেনাপ্রধানের কার্যালয়ে এই ছবিটি দীর্ঘদিন ধরে প্রদর্শিত হয়ে আসছিল। তবে সম্প্রতি কার্যালয়ে সংস্কার কাজের পর ছবিটি সেখানে আর ফিরিয়ে আনা হয়নি। পরিবর্তে, লাউঞ্জের দেয়ালে স্থাপন করা হয়েছে নতুন একটি শিল্পকর্ম, যার নাম "কর্ম ক্ষেত্র"।
সেনাপ্রধানের ভাষ্যমতে, এই পরিবর্তন ভারতীয় সেনাবাহিনীর মূল্যবোধ ও লক্ষ্যকে প্রতিফলিত করে। নতুন চিত্রকর্মটি ২৮ মাদ্রাজ রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল টমাস জ্যাকব তৈরি করেছেন। সেনাবাহিনী এটিকে ‘ফিল্ড অব ডিডস’ বা ‘কর্মের ক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছে। এটি ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংস্কৃতি এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সেনাবাহিনীর ভূমিকার সংমিশ্রণ তুলে ধরেছে।
এই সিদ্ধান্তে ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করেন, পাকিস্তানের আত্মসমর্পণের ছবি ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় ইতিহাসের অন্যতম স্মারক। ছবিটি সরিয়ে নতুন শিল্পকর্ম স্থাপন করায় সেই ঐতিহাসিক গুরুত্বের প্রতি যথাযথ সম্মান জানানো হয়নি বলে তাদের মত।
সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদি বলেছেন, “আমাদের ইতিহাসের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের সংযোগ স্থাপনের জন্য এই পরিবর্তন জরুরি ছিল। নতুন প্রজন্মের সেনাদের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি বিবেচনায় নতুন প্রতীক ও শিল্পকর্ম প্রাসঙ্গিক।” তিনি আরও বলেন, “একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মানসিকতার পরিবর্তনকে গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।”
পাকিস্তানের আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটি সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে মানেকশ কনভেনশন সেন্টারে পাঠানো হয়েছে। এটি এখন সেখানে সংরক্ষিত থাকবে বলে জানা গেছে।
জাগতিক /আ-রহমান।
মন্তব্য করুন