সৌদি আরবে কর্ম ভিসার নিয়ম কঠোর: ভারতীয়দের জন্য নতুন চ্যালেঞ্জ
সৌদি আরব তাদের শ্রমবাজারে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ ও মানসম্মত করতে ভারতীয় কর্মীদের জন্য কর্ম ভিসার নিয়ম কঠোর করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ভারতে সৌদি মিশন।
সৌদি আরবের শ্রমবাজারে কর্মী নিয়োগের মানোন্নয়ন এবং দক্ষতা যাচাইয়ের জন্য পেশাদার কর্মীদের যোগ্যতা ও শিক্ষাগত প্রমাণপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়মে প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের সঠিক তথ্য এবং কাগজপত্র যাচাই করতে হবে।
প্রতিবেদনে উঠে এসেছে, এই নতুন নিয়মটি মূলত প্রশিক্ষণ কেন্দ্রের সীমিত সংখ্যা এবং দক্ষ কর্মীর মান বজায় রাখার লক্ষ্যেই করা হয়েছে। সৌদি আরবের পাসপোর্ট জেনারেল ডিরেক্টরেটের মতে, এ নিয়ম দেশটির শ্রমবাজারে প্রবেশ সহজ করবে এবং দীর্ঘমেয়াদে কর্মীদের ধরে রাখার হার উন্নত করবে।
ভিসার জন্য আবেদনকারী ভারতীয়দের পেশাদার এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই হবে।
নিয়োগকর্তাদের কর্মীদের তথ্য যাচাই বাধ্যতামূলক।
প্রবাসীদের আবাসিক অনুমতিপত্র নবায়নের প্রক্রিয়াও সহজ করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার মান উন্নতকরণ: দক্ষ কর্মীদের নিয়োগ বাড়ানোর মাধ্যমে শ্রমবাজারের মান উন্নয়নের কৌশল।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ২৪ লাখেরও বেশি ভারতীয় কর্মরত। সংখ্যার দিক থেকে তারা সৌদি আরবে বাংলাদেশের পরে দ্বিতীয় বৃহত্তম অভিবাসী গোষ্ঠী।
বিশ্লেষকদের মতে, নতুন নিয়মের ফলে দক্ষ কর্মীদের জন্য সুযোগ বাড়লেও অনভিজ্ঞদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি হবে। বিশেষ করে যোগ্যতা যাচাই প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত প্রতিষ্ঠান না থাকার কারণে অনেক আবেদনকারী সমস্যায় পড়তে পারেন। তবে এটি কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গত ছয় মাস ধরে এই নিয়ম চালুর প্রস্তাব চলছিল। অবশেষে এটি কার্যকর করা হচ্ছে। সৌদি আরবের উদ্দেশ্য হলো তাদের শ্রমবাজারে উচ্চমানের কর্মী নিয়োগ নিশ্চিত করা এবং তাদের দক্ষতা বাড়ানো।
এ নিয়ম কেবল সৌদি আরবের কর্মী নিয়োগ প্রক্রিয়াকে মানসম্মত করবে না, একইসঙ্গে ভারতীয় কর্মীদের জন্য এটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে প্রক্রিয়া সম্পন্ন করতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া প্রয়োজন।
জাগতিক /এসআই
মন্তব্য করুন