logo
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
ইতালিতে চারদিনের সফর শেষে দেশে ফিরেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে
গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, আর প্রতিদিনই বাড়ছে নারী ও শিশুদের হতাহতের সংখ্যা। সম্প্রতি চালানো ইসরায়েলি বাহিনীর ৩৬টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে, এসব হামলার অধিকাংশই নারী ও শিশুদের টার্গেট করে করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার এক বিবৃতিতে বলেন, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজায় আবাসিক ভবন ও শরণার্থী তাঁবুগুলোতে কমপক্ষে ২২৪টি হামলার ঘটনা ঘটেছে।  তিনি বলেন, “গাজাজুড়ে চালানো সামরিক অভিযান পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে কেউই আর নিরাপদ নয়।” শামদাসানি জানান, গাজার সাধারণ মানুষকে ক্রমাগত জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় নিহতদের একটি বড় অংশই শিশু ও নারী। তিনি বিশেষভাবে উল্লেখ করেন দেইর আল বালাহ শহরে ৬ এপ্রিলের একটি হামলার ঘটনা, যেখানে আবু ইসা পরিবারের এক শিশু, চার নারী এবং একটি চার বছর বয়সি ছেলে নিহত হয়েছে। শামদাসানি জানান, ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে বহু বেসামরিক মানুষ খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় আশ্রয় নিয়েছে। কিন্তু সেই এলাকাতেও হামলা থেমে নেই। ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত ২৩টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, ৩১ মার্চ ইসরাইল গাজার প্রাণকেন্দ্র রাফাহতে বড় পরিসরের স্থল অভিযান শুরু করেছে। এই ধরনের জোরপূর্বক বাস্তচ্যুতি চতুর্থ জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল বলে জাতিসংঘ তা নিন্দা জানাচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত
তেল আবিবে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী
পাপুয়া নিউ গিনি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল
ওয়াকফ আইনের বিরোধিতা করে কলকাতার রাজপথ অবরোধ
প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।   দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির বৃহস্পতিবার তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) কয়েকশ’ সদস্যসহ বরখাস্তকৃতদের অনেকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে ‘নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত’ বলে উল্লেখ করেন।  তারা আরও লেখেন, যুদ্ধ চালিয়ে বন্দিদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে। চিঠি দেওয়ার বিষয়টিকে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল জামির ‘গুরুতর অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যারা এই ধরনের বিবৃতি দিয়েছে, তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়। অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও সেনাদের স্বাক্ষরিত এই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা। ইসরায়েলি গণমাধ্যম অনুসারে, চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।  চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দিদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুযায়ী, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় ১০ শতাংশ এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনাসদস্য।
ইরানের সঙ্গে ব্যবসা, মার্কিন নিষেধাজ্ঞার কবলে দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে গোপনে জ্বালানি তেলের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়লেন দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী জুগবিন্দর সিং ব্রার। তার মালিকানাধীন চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন অর্থ দফতরের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্র (ওএফএসি) জানিয়েছে, ভারতীয় নাগরিক ব্রার একাধিক শিপিং কোম্পানির মালিক। তার সবগুলো কোম্পানি মিলে প্রায় ৩০টি জাহাজ আছে। এর অনেকগুলোই ইরানের তেল পরিবহণের কাজে ব্যবহার করা হচ্ছিল! ব্রারের পাশাপাশি তার মালিকানাধীন যে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে- ভারতীয় কোম্পানি গ্লোবাল ট্যাঙ্কার্স এবং বিঅ্যান্ডপি সলিউশনস। এছাড়া, ব্রারেরই মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি প্রাইম ট্যাঙ্কার্স এবং গ্লোরি ইন্টারন্যাশনালও রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়।  প্রসঙ্গত, এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগেও একাধিক ভারতীয় নাগরিক এবং সংস্থার বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করেছে। গত বছর চাবাহার বন্দরের পরিচালনা নিয়ে নয়াদিল্লি-তেহরান চুক্তি স্বাক্ষরের পর ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এবার সরাসরি ভারতীয় সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিল ট্রাম্প সরকার।
জয়শঙ্কর / ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল কামনা করে না
ভারতের চেয়ে বেশি অন্য কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।  বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমাদের মতো আর কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না, এটা প্রায় আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, বন্ধু হিসেবে, আমি মনে করি, আমরা আশা করি, তারা সঠিক পথে যাবে এবং সঠিক কাজ করবে। থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। দুই নেতার এ সাক্ষাৎ দক্ষিণ এশিয়ায় বেশ আলোচিত। এর কয়েক দিন পর জয়শঙ্কর এমন মন্তব্য করলেন। দিল্লিতে একটি অনুষ্ঠানে মোদি-ইউনুস বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ গণতন্ত্রে ফিরবে এবং নির্বাচন হবে। বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে যে মূল বার্তাটি এসেছে, তা হলো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সম্পর্ক। এটাই আমাদের স্বীকৃতি দিতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু বাংলাদেশের মানুষের মুখ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে, তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে উগ্রপন্থি প্রবণতা দেখছি, তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমি মনে করি আমরা এই উদ্বেগগুলোর বিষয়ে খুব খোলামেলা আলোচনা করেছি।
যে কারণে বিমান বাহিনীর হাজার সদস্যকে বহিষ্কারে হুমকি দিল ইসরায়েল
বিমান বাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা চিঠি থেকে তাদের স্বাক্ষর প্রত্যাহার না করলে পাইলট, অফিসার এবং সেনাসহ ৯৭০ জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ৯৭০ জন বিমান ক্রু সদস্য যাদের মধ্যে কয়েকজন সক্রিয় রিজার্ভ সার্ভিসে ছিলেন, যুদ্ধের বিরোধিতা করেছেন।  এরপর ইসরায়েলি বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তারা রিজার্ভ সদস্যদের ব্যক্তিগত ফোনে তাদের সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানান। কমান্ডাররা রিজার্ভ সদস্যদের জানিয়েছিলেন, তারা যদি যুদ্ধ বন্ধের দাবিতে অনড় থাকেন, তবে তাদের বরখাস্ত করা হবে। হুমকির পর মাত্র ২৫ জন স্বাক্ষরকারী তাদের নাম প্রত্যাহার করে নেন। অন্য আটজন তাদের স্বাক্ষর যোগ করার অনুরোধ করেন। বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা এবং পাইলটসহ চিঠিতে স্বাক্ষরকারীরা যুক্তি দেন, গাজায় যুদ্ধ রাজনৈতিক স্বার্থে কাজ করে নিরাপত্তা স্বার্থে নয়। ইসরায়েলিবিরোধী দলের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন গাজার বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় থাকার সুযোগ করে দেওয়া। ইসরায়েলের নিরাপত্তার সাথে এর কোনও সম্পর্ক নেই। কয়েকদিন আগে, বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বার শীর্ষ স্বাক্ষরকারীদের কয়েকজনের সাথে দেখা করেছিলেন। বৈঠকে রিজার্ভ অফিসাররা সমস্ত স্বাক্ষরকারীদের অপসারণের হুমকি দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন। এটিকে একটি আইনি এবং নৈতিক সীমা লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন। রিজার্ভদের রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার লঙ্ঘন করে বলেও দাবি করছেন তারা।
নাইটক্লাবের ছাদ ধসে জনপ্রিয় গায়কসহ নিহত ১৮৪
ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে নাইট ক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। স্থানীয় সময় গত মঙ্গলবার প্রহরে জেট সেট নাইট ক্লাবে জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে ঘটে এই দুর্ঘটনা। এতে করে রুবি পেরেজ নিজেও মারা গেছেন। খবর এএফপি ও এপির। খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনা যখন ঘটে তখন ক্লাবে ৫০০ থেকে ১ হাজার জন লোক ছিল। ক্লাবটিতে ৭০০ জন বসার এবং প্রায় ১ হাজার জন দাঁড়িয়ে থাকার ধারণক্ষমতা রয়েছে। নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর জীবিতদের খুঁজে বের করতে প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়া ছাদের নিচে আটকে পড়া অনেকেই হয়তো এখনো জীবিত আছেন বলে আশা প্রকাশ করেছেন সান্তো ডোমিঙ্গোর জরুরি সাড়াদান কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেট সেট সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইট ক্লাব। প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হতো। অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন। নাইট ক্লাবের ভেতরের ভিডিওতে দেখা যায়, লোকজন মঞ্চের সামনে টেবিলে বসে আছেন এবং পেছনে কিছু লোক রুবি পেরেজের গানের তালে তালে নাচছেন। এদিকে, রুবি পেরেজের মেয়ে জুলিনকা পেরেজ স্থানীয় মিডিয়াকে জানান, তার বাবাকে ধ্বংসাবশেষের নিচে জীবিত পাওয়া গিয়েছিল। তারা তাকে গান গাইতে শুনেছিলেন।  জুলিনকা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার সময় তার বাবা গান গাইতে শুরু করেছিলেন যাতে উদ্ধারকারীরা তাকে শুনতে পান। দুর্ভাগ্যবশত, তিনি বেঁচে ফিরতে পারেননি। ​ এই মর্মান্তিক দুর্ঘটনায় রুবি পেরেজের মৃত্যুকে ডোমিনিকান রিপাবলিকের সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে। যুবক বয়সে বেসবল খেলোয়াড় হতে চেয়েছিলেন রুবি, তবে একটি গাড়ি দুর্ঘটনায় তার বাম পায়ে ক্ষতি হওয়ায় তিনি সংগীতের দিকে মনোযোগ দেন।  ১৯৮৭ সালে তিনি একজন সলো শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং বুসকানডো তুস বেসোস, ডামে ভেনেনো, এনামোরাদো দে এয়া, হাজমে অলভিদারলা, সোবরেভিভিরে, তু বাস আ ভোলার, ইপোক্রেসিয়া, এল পেরো আঝেনো, আসী নো তে আমারান জামাস এবং টোন্টো কোরাজন-এর মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। তার অ্যালবাম ‘রুবি পেরেজ’ ট্রপিক্যাল চার্টে ১৫ নম্বরে অবস্থান করেছিল এবং তার গান ‘লাভ হার’ লাতিন চার্টে ২৯ নম্বরে ছিল। তিনি ‘অর্কেস্ট্রা অব দ্য ইয়ার’ এবং ‘মেরেঙ্গে অব দ্য ইয়ার’ বিভাগে ‘ক্যাসান্দ্রা অ্যাওয়ার্ডস’ অর্জন করেন। 
গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৩৮ জন নিহত
ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে করে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসকরা জানান, হামলায় বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন। গাজার ভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী ও আটজন শিশু। এছাড়া ৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলার শিকার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে নিমন্ত্রণপত্র করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার জাতীয় দিবস ৯ মে’র কুচকাওয়াজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে নিমন্ত্রণপত্র করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে তিনি মোদিকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদেঙ্কো এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, “আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং আশা করছি যে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা তাকে পাব।” দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করেছিল এবং পরাজিত হয়েছিল। ১৯৪৫ সালের ৯ মে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। সেই থেকে ৯ মে-কে জাতীয় দিবস হিসেবে পালন করা হতো সোভিয়েত ইউনিয়নে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, জন্ম হয় রাশিয়াসহ ১৫টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের। স্বাধীন রাশিয়াও তার জাতীয় দিবস হিসেবে ৯ মে-কেই বেছে নেয়। রুদেঙ্কো জানিয়েছেন, শুধু পুতিনই নয়, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ সব দেশের সরকারপ্রধান ও সামরিক বাহিনীকে রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াচে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে। মোদি সর্বশেষ রাশিয়া সফরে গিয়েছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। সেটি ছিল তার প্রায় ৫ বছর পর রাশিয়া সফর এবং সেই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি।
2Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '0' for key 'news_id'