logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছাপা পত্রিকা পড়েন না ৭৩ শতাংশ মানুষ, অনলাইনে ঝুঁকছেন পাঠকরা

অনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫
এআই নির্মিতি ছবি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের অধিকাংশ মানুষ এখন আর ছাপা পত্রিকা পড়েন না। জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা ছাপা পত্রিকা পড়েন না, তবে এর পরিবর্তে অনলাইন সংস্করণে খবর পড়েন অনেকেই। মোবাইল ফোনের সহজলভ্যতা ও দ্রুত তথ্য পাওয়ার সুযোগ থাকায় মানুষ সংবাদ গ্রহণের ক্ষেত্রে মোবাইলকেই বেশি বেছে নিচ্ছেন।

বৃহস্পতিবার গণমাধ্যম সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা, সংবাদ গ্রহণের অভ্যাসের পরিবর্তন, এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিস্থিতি বুঝতে বিবিএস এই জরিপটি পরিচালনা করে।

৫৯ শতাংশ মানুষ মোবাইল ফোনে অনলাইন পত্রিকা পড়েন।

মোবাইল ফোন ব্যবহার করে গণমাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করেন ৮৮ শতাংশ মানুষ।

শুধু ২.৫ শতাংশ মানুষ কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবে পত্রিকার অনলাইন সংস্করণ পড়েন।

টেলিভিশনের প্রতি মানুষের আগ্রহও কিছুটা কমেছে, ৬৫ শতাংশ মানুষ এখনো টেলিভিশন দেখেন।

৫৩ শতাংশ মানুষ মনে করেন, খবর জানার জন্য টেলিভিশন দেখার প্রয়োজন নেই।

গণমাধ্যমের পরিবর্তনের ধারায় সামাজিক যোগাযোগমাধ্যমও বড় ভূমিকা রাখছে।

৩১ শতাংশ উত্তরদাতা ফেসবুককে সংবাদ গ্রহণের জন্য সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে করেন।

ইউটিউবে খবর দেখেন ১৬.৫ শতাংশ মানুষ।


তবে শিক্ষা ও জ্ঞানার্জনের জন্য প্রচলিত গণমাধ্যমের চেয়ে শিক্ষকের ওপর আস্থা বেশি। জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা শিক্ষকের ওপর সর্বাধিক ভরসা করেন।

কেন ছাপা পত্রিকা কম পড়ছেন মানুষ?

ছাপা পত্রিকা না পড়ার প্রধান কারণ হিসেবে জরিপে উঠে এসেছে কয়েকটি বিষয়—

৪৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, খবরের কাগজ পড়ার প্রয়োজন নেই।

ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত খবর পাওয়া যায়, তাই মানুষ অনলাইন নির্ভর হচ্ছে।

খবরের কাগজের দাম বেড়ে যাওয়া এবং সহজলভ্য ডিজিটাল মিডিয়া ছাপা পত্রিকার চাহিদা কমিয়েছে।

এই গবেষণার ফলাফল ইঙ্গিত দেয় যে, বাংলাদেশের গণমাধ্যম ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে। সংবাদ গ্রহণের মাধ্যম হিসেবে মোবাইল ফোনের প্রাধান্য বৃদ্ধি পেয়েছে, এবং এই পরিবর্তন ভবিষ্যতেও চলতে থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রিন্ট মিডিয়ার টিকে থাকতে হলে তাদের ডিজিটাল কনটেন্টের মান উন্নত করতে হবে, পাশাপাশি দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করতে হবে।

বাংলাদেশের গণমাধ্যম ব্যবস্থায় এই পরিবর্তন সমাজের তথ্যপ্রবাহের চিত্র বদলে দিচ্ছে, যা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মোবাইল ব্যাংকিং লেনদেন সীমা বাড়ানো, নতুন নিয়ম জানালো বাংলাদেশ ব্যাংক
১৭ লাখ টাকা নিয়ে উধাও সুপারভাইজার!
বাংলাদেশের মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার
সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল
12