আইফোন আনছে নতুন স্যাটেলাইট ফিচার

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করছে আইফোন! নেটওয়ার্ক না থাকলেও এবার পাঠানো যাবে টেক্সট মেসেজ। স্পেসএক্সের স্টারলিঙ্ক স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই ফিচার আনছে অ্যাপল।
সম্প্রতি আইওএস ১৮.৩ আপডেটের ঘোষণা দিয়েছে অ্যাপল। এতে সংযুক্ত করা হচ্ছে "ডাইরেক্ট-টু-সেল" স্যাটেলাইট পরিষেবা, যা স্টারলিঙ্কের মাধ্যমে কাজ করবে। এই ফিচার চালু হলে মোবাইল নেটওয়ার্ক কভারেজের বাইরে থেকেও ব্যবহারকারীরা টেক্সট মেসেজ পাঠাতে পারবেন।
বর্তমানে পরিষেবাটি বিটা টেস্টিং পর্যায়ে রয়েছে। প্রথমে এটি শুধু যুক্তরাষ্ট্রের কিছু টি-মোবাইল গ্রাহকদের জন্য চালু করা হবে। ডিসেম্বরে বিটা টেস্টিং সাইনআপ শুরু হয়েছে, যেখানে নির্বাচিত ব্যবহারকারীরা নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন।
এই পরিষেবা অ্যান্ড্রয়েড ১৫-সমর্থিত কিছু স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ও এস২৪ সিরিজ। তবে অ্যাপল এখনো নিশ্চিত করেনি ঠিক কোন মডেল থেকে আইফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
নতুন ফিচারটি ব্যবহার করতে হলে আইফোন ব্যবহারকারীদের আইওএস ১৮.৩ সফটওয়্যারে আপডেট করতে হবে। আপডেটের পর সেলুলার ডেটা সেটিংসে নতুন একটি অপশন পাওয়া যাবে, যা চালু করলেই নেটওয়ার্ক ছাড়াই মেসেজ পাঠানোর সুবিধা পাওয়া যাবে।
অ্যাপলের পরিকল্পনা শুধু টেক্সটিং-এ সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে ভয়েস কল ও ইন্টারনেট ডাটা সংযোগও স্যাটেলাইটের মাধ্যমে চালুর পরিকল্পনা করছে তারা।
অনেক সময় দুর্গম অঞ্চলে বা দুর্যোগপূর্ণ পরিবেশে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। তখন এই স্যাটেলাইট-ভিত্তিক টেক্সটিং সেবা জীবন রক্ষাকারী হতে পারে। বিপদে পড়ে জরুরি বার্তা পাঠানো বা যোগাযোগ রক্ষা করা সহজ হবে।
অ্যাপল ইতোমধ্যে ব্যবহারকারীদের দ্রুত আইওএস ১৮.৩ আপডেট করতে পরামর্শ দিয়েছে, যাতে তারা এই নতুন যুগান্তকারী প্রযুক্তির অংশ হতে পারেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন