logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হোয়াটসঅ্যাপের 'ভিউ ওয়ান্স' ফিচারে গোপনীয়তা ঝুঁকি

অনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩
ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় 'ভিউ ওয়ান্স' ফিচারে একটি ত্রুটি পাওয়া গেছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও বা ভয়েস মেসেজ পাঠানো যায়, যা একবার দেখা হলে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ফিচারে একটি লুপহোল রয়েছে, যা আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

যেভাবে মুছে যাওয়া 'ভিউ ওয়ান্স' মেসেজ দেখা যাবে:

১. হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংসে যান।

২. স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করে ম্যানেজ স্টোরেজে যান।

৩. স্ক্রোল ডাউন করে সেই কনট্যাক্টে যান, যাকে আপনি 'ভিউ ওয়ান্স' মেসেজ পাঠিয়েছেন।

৪. সেই কনট্যাক্টের নামে ট্যাপ করে 'সর্ট বাই' অপশন থেকে 'নিউয়েস্ট ফার্স্ট' নির্বাচন করুন।

৫. এখান থেকে মুছে যাওয়া 'ভিউ ওয়ান্স' মেসেজ দেখা সম্ভব।

এই লুপহোল ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, বিশেষ করে যারা স্পর্শকাতর বার্তা আদান-প্রদানের সময় এই ফিচার ব্যবহার করেন। আশা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ দ্রুত এই সমস্যার সমাধান করবে।

জাগতিক/এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ফোন হারিয়ে গেলেও তথ্য থাকবে সুরক্ষিত, গুগলের নতুন নিরাপত্তা ফিচার
নম্বর লুকিয়ে রেখেও চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে
আইফোন আনছে নতুন স্যাটেলাইট ফিচার
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করা যাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে
12