logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার করা যাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে

অনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৩১
ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করার সুযোগ আসছে। মেটার নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য আরও সহজ এবং সংযুক্তিকরণের নতুন দিগন্ত উন্মোচন করবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাস দেওয়া যায়, যেখানে পছন্দের গান যুক্ত করার সুবিধাও রয়েছে। এবার এর সঙ্গে যোগ হতে যাচ্ছে স্ট্যাটাস শেয়ার করার এই অভিনব ফিচার। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হবে না। ব্যবহারকারীদের ‘হু ক্যান সি মাই স্ট্যাটাস’ সেটিংসে গিয়ে আলাদা করে ফেসবুক স্টোরি এবং ইনস্টাগ্রাম স্টোরি সিলেক্ট করতে হবে।

মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপকে অ্যাকাউন্ট সেন্টারের সঙ্গে একীভূত করার পরিকল্পনা চলছে। তবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চ্যাট এবং কলের ক্ষেত্রে পূর্বের মতোই থাকবে।

নতুন এই ফিচারটি কবে থেকে চালু হবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এর সঙ্গে আরও কিছু নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে মেটা। এর মধ্যে রয়েছে ম্যানেজ অবতার, মেটা এআই স্টিকার, এবং ইমাজিন মি ক্রিয়েশনের মতো আকর্ষণীয় ফিচার।

এছাড়াও নতুন ক্যামেরা ইফেক্ট যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীদের ছবি ও ভিডিও শেয়ার করার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলবে। তিরিশটিরও বেশি ব্যাকগ্রাউন্ড, ফিল্টার, এবং এফেক্ট ব্যবহার করা যাবে এই ফিচারে।

মেটার এই উদ্যোগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় প্ল্যাটফর্ম তৈরিতে ভূমিকা রাখবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ঢাবি ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে রাজনৈতিক উত্তাপ
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ফেসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে নানাকে খুঁজে পেলেন অভিনেত্রী
জুলাই শহীদ পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ, চাকরিতে নতুন কোটা যুক্ত হচ্ছে না
12