logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

হোন্ডার নতুন নিও-রেট্রো বাইক

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০-কে টক্কর দিতে প্রস্তুত 

অনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৪
ছবি: সংগৃহীত

বর্তমানে নিও-রেট্রো বাইকের বাজারে রয়েল এনফিল্ড হান্টার ৩৫০-এর বিপুল জনপ্রিয়তার মুখে এবার পাল্টা চমক নিয়ে আসতে চলেছে হোন্ডা। সম্প্রতি তাদের একটি নতুন বাইকের পেটেন্ট ছবি ফাঁস হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। এই নতুন বাইকটি নিও-রেট্রো রোডস্টার সেগমেন্টে বাজারে প্রবেশ করবে এবং রয়েল এনফিল্ড হান্টার ৩৫০-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন মডেলটির নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে এটি হোন্ডার হর্নেট ২.০ এবং সিবি ১৯০আর-এর ওপর ভিত্তি করে তৈরি। ডিজাইন ও ফিচারেও রয়েছে বেশ কিছু মিল, তবে নতুন মডেলটিতে যুক্ত হয়েছে আরও উন্নত ও আকর্ষণীয় বৈশিষ্ট্য।

ফিচারগুলো

ফ্রন্ট ফর্ক: আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক যুক্ত করা হয়েছে, যা হর্নেট ২.০-এর তুলনায় আরও পেশিবহুল।
ব্রেকিং সিস্টেম: নিসিন ক্যালিপার ও পেটাল-টাইপ ডিস্ক ব্রেক যুক্ত, যা উন্নত ব্রেকিং পারফরম্যান্স নিশ্চিত করবে।


ইঞ্জিন: সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন সিবি ১৯০আর-এর অনুরূপ, তবে কিছু আপগ্রেড লক্ষ্য করা গেছে।


ডিজাইন: গোলাকার এলইডি হেডল্যাম্প, ছোট গোলাকার টার্ন সিগন্যাল এবং কমপ্যাক্ট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।


ফুয়েল ট্যাংক: পেশিবহুল ফুয়েল ট্যাংক ও স্টাবি টেইল সেকশন, যা বাইকটির স্পোর্টি লুক আরও বাড়িয়েছে।

বর্তমানে ভারতে হোন্ডার হর্নেট ২.০-এর এক্স-শোরুম দাম ১.৪৩ লাখ রুপি। নতুন মডেলটির দাম কিছুটা বেশি হলেও তা প্রতিযোগিতামূলক পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে। নিও-রেট্রো বাইকের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে এই নতুন মডেল নিয়ে আসছে হোন্ডা।

এই বাইকটি বাজারে আসলে রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ এবং কেটিএম ডিউক ২০০-এর মতো মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে। বিশেষ করে যারা আধুনিক প্রযুক্তি, রেট্রো ডিজাইন এবং উন্নত ফিচারের সমন্বিত বাইক খুঁজছেন, তাদের জন্য এটি হবে একটি চমৎকার বিকল্প।

হোন্ডার এই নতুন নিও-রেট্রো বাইক কবে লঞ্চ হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সূত্র বলছে, হোন্ডা খুব শিগগিরই এই মডেলের বিস্তারিত তথ্য প্রকাশ করবে। যদি এটি প্রতিযোগিতামূলক দামে লঞ্চ হয়, তবে এটি নিঃসন্দেহে নিও-রেট্রো বাইকপ্রেমীদের কাছে একটি জনপ্রিয় পছন্দ হয়ে উঠবে।

হোন্ডার এই উদ্যোগ নিও-রেট্রো সেগমেন্টে নতুন মাত্রা যোগ করতে পারে এবং ক্রেতাদের জন্য আরও বিকল্পের সুযোগ তৈরি করবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন
রয়েল এনফিল্ড হান্টারকে টেক্কা দিতে রেট্রো বাইক আনছে হোন্ডা
মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জোনায়েদ সাকি
জুবায়ের ও সাদপন্থী সবাইকে ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের 
12