logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পুরোনো ফোন বিক্রির আগে ৪টি গুরুত্বপূর্ণ কাজ, যা আপনাকে বিপদে পড়তে দেবে না

অনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭
ছবি: সংগৃহীত

বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং অনলাইন পেমেন্ট, কাজের উপকরণ, ছবি ও ভিডিও ধারণ করার মাধ্যম হিসেবে কাজ করছে। তাই পুরোনো ফোন বিক্রি করার আগে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। না হলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, যা আপনাকে নানা সমস্যায় ফেলতে পারে।
এখানে পুরোনো ফোন বিক্রির আগে যেসব কাজ আপনাকে অবশ্যই করতে হবে

ফোনের ব্যক্তিগত তথ্য মুছে ফেলুন ফোন বিক্রি করার আগে প্রথমে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা প্রয়োজন। ফোনে থাকা সব গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ছবি, ভিডিও, মেসেজ, নথি, এবং ফোন নম্বরগুলো ক্লাউড স্টোরেজ বা অন্য ডিভাইসে ব্যাকআপ নিন। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সহজেই গুগল ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন।
ফ্যাক্টরি রিসেট করুন ব্যাকআপ নেওয়ার পর ফোনটি ফ্যাক্টরি রিসেট করুন। এটি আপনার ফোন থেকে সমস্ত তথ্য মুছে ফেলবে। অ্যান্ড্রয়েড ফোনে 'সেটিংস > সিস্টেম > রিসেট > ফ্যাক্টরি রিসেট' অপশনে গিয়ে এবং আইফোনে 'সেটিংস > জেনারেল > রিসেট > ইরেজ অন কনটেন্ট অ্যান্ড সেটিংস' অপশনে গিয়ে ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে।

অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন এবং লিংক মুছে ফেলুন যেসব অ্যাপে আপনি লগ ইন করেছেন (যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পে-অ্যাপ ইত্যাদি), সেগুলো থেকে সাইন আউট করুন। ফোনে থাকা গুগল, অ্যাপল, ফেসবুক অথবা ই-মেইল অ্যাকাউন্টগুলো থেকেও অবশ্যই লগ আউট করুন। এমনকি, কোনো অ্যাকাউন্টের সাথে যুক্ত লিংকগুলোও মুছে ফেলুন।

ফোনটি পরিষ্কার ও মেরামত করুন আপনার ফোনের বাহ্যিক অবস্থা যত ভালো হবে, তত ভালো মূল্য পেতে পারবেন। তাই ফোনের স্ক্রিন, বডি ও পোর্টগুলো পরিষ্কার করুন। একটি মাইক্রোফাইবার কাপড় এবং অ্যালকোহল-ভিত্তিক ক্লিনার দিয়ে স্ক্রিন ও বডি মুছে নিন। চার্জিং পোর্ট, হেডফোন জ্যাকসহ অন্যান্য পোর্টগুলোও ভালোভাবে পরিষ্কার করুন।

এটি নিশ্চিত করতে হবে যে, আপনার পুরোনো ফোন বিক্রি করার পর কোনো ব্যক্তিগত তথ্য যাতে বাইরে চলে না যায় এবং আপনাকে বিপদে না ফেলে। এই সতর্কতাগুলো অনুসরণ করলে আপনি বিক্রি করার পর নিরাপদে থাকতে পারবেন এবং আপনার ফোনও প্রাপ্য মূল্য পাবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে ন্যান্সির বিতর্কিত ছবি পোস্ট
নরেন্দ্র মোদি যোগ দিলেন ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল'-এ, পোস্ট করলেন যৌথ কর্মসূচির ছবি
সত্যিই কি শহীদ কাপুরের সঙ্গে প্রেম ছিল সানিয়ার? ভিডিও ঘিরে নতুন জল্পনা
কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
12