logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্মার্টফোন ব্যবহারে যে ভুলগুলো দ্রুত নষ্ট করে ডিভাইস

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১৫:১০
ছবি: সংগৃহীত

আজকের যুগে স্মার্টফোন ছাড়া যেন জীবন অচল। মানিব্যাগ না থাকলেও ফোনটি হাতে থাকলেই অনলাইন পেমেন্ট থেকে বিনোদন সবই সম্ভব। তবে কিছু ভুল অভ্যাস আপনার প্রিয় স্মার্টফোনের আয়ু দ্রুত কমিয়ে দিতে পারে। স্মার্টফোন দীর্ঘস্থায়ী রাখতে চাইলে এগুলো অবশ্যই এড়িয়ে চলুন।

ফোন চার্জ দেওয়ার জন্য সস্তা বা নকল চার্জার ব্যবহার করা মোটেও ঠিক নয়। এটি ফোনের ব্যাটারির ওপর বিরূপ প্রভাব ফেলে। সর্বদা ফোনের আসল চার্জার ব্যবহার করার চেষ্টা করুন।

অনেকেই ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত চার্জ দেন না। এই অভ্যাস ফোনের ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দেয়। ব্যাটারি ৩০ শতাংশ বা তার আশেপাশে থাকতেই চার্জ দিন।

ফোন কভার ব্যবহার করলে হাত থেকে পড়ে গেলেও ডিভাইসের ক্ষতির সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এটি ফোনের গঠন সুরক্ষিত রাখার পাশাপাশি স্ক্রিন ফেটে যাওয়ার ঝুঁকিও কমায়।

ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট না করলে অনেক বাগস বা সমস্যার মুখোমুখি হতে হয়। সময়মতো ফোনের অপারেটিং সিস্টেম আপডেট রাখলে ডিভাইসটি আরও মসৃণভাবে কাজ করে এবং নিরাপত্তাও বাড়ে।

পানিতে ফোন ভিজে গেলে সবচেয়ে বড় ক্ষতি হয়। বর্তমানে অনেক স্মার্টফোন ওয়াটারপ্রুফ হলেও এগুলো বেশিক্ষণ পানিতে রাখতে নিষেধ করা হয়। আন্ডারওয়াটার সেলফি তোলার আগে নিশ্চিত হোন যে আপনার ফোন সত্যিই ওয়াটারপ্রুফ। তবে ফোন ভেজানো এড়িয়ে চলাই ভালো।

অনেক ব্যবহারকারী প্রয়োজন ছাড়াই অজস্র অ্যাপ ডাউনলোড করেন। এটি ফোনের স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করে। অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন এবং ডিভাইসের কার্যকারিতা ঠিক রাখুন।

স্মার্টফোন অতিরিক্ত গরম বা ঠাণ্ডা পরিবেশে রাখলে হার্ডওয়্যারের ক্ষতি হয়। ফোনের ব্যাটারি ও প্রসেসরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

অনেকে ফোন বন্ধ রেখে চার্জ দিতে পছন্দ করেন। তবে এতে ফোনের কার্যক্ষমতা কমতে পারে। ফোন চালু থাকা অবস্থায় চার্জ দিলে এটি দ্রুত চার্জ নেয় এবং ব্যাটারির আয়ুও দীর্ঘ হয়।

স্ক্রিনের সুরক্ষার জন্য ভালো মানের স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করা জরুরি। এটি স্ক্রিনকে স্ক্র্যাচ ও দাগ থেকে রক্ষা করে।

আসল চার্জার ও কেবল ব্যবহার করুন।
প্রয়োজনমতো সফটওয়্যার আপডেট করুন।
ফোনে পর্যাপ্ত স্টোরেজ খালি রাখুন।
স্ক্রিন প্রটেক্টর ও কভার ব্যবহার করুন।
অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা এড়িয়ে চলুন।
স্মার্টফোন সঠিকভাবে ব্যবহার করলে এটি দীর্ঘদিন টিকবে এবং আপনার অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। তাই এসব ভুল এড়িয়ে চলুন এবং আপনার ফোনকে সুরক্ষিত রাখুন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পুরোনো ফোন বিক্রির আগে ৪টি গুরুত্বপূর্ণ কাজ, যা আপনাকে বিপদে পড়তে দেবে না
অনলাইন ডেস্ক প্রযুক্তিতে বিল গেটসের যেসব ভবিষ্যদ্বাণী আজ বাস্তব
অনলাইনে সনদ সত্যায়নে বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের সাশ্রয় হবে ৭০০ কোটি টাকা
ক্যাডেট কলেজে ভর্তি: অনলাইন আবেদন চলছে, যা যা লাগবে