logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নতুন বছরের উপহার: হুন্দাইয়ের ক্রেটা ইলেকট্রিক গাড়ি

অনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৮
২০২৫ সালের শুরুতেই গাড়ি প্রেমীদের জন্য চমক নিয়ে আসছে জনপ্রিয় গাড়ি নির্মাতা হুন্দাই

২০২৫ সালের শুরুতেই গাড়ি প্রেমীদের জন্য চমক নিয়ে আসছে জনপ্রিয় গাড়ি নির্মাতা হুন্দাই। বাজারে আসছে তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি ক্রেটা ইলেকট্রিক, যা ক্রেতাদের উন্নত প্রযুক্তি, পরিবেশবান্ধব ফিচার এবং অসাধারণ ডিজাইনের মিশেলে আকৃষ্ট করবে।

ব্যাটারি ও পারফরম্যান্স:

ক্রেটা ইলেকট্রিক দুইটি ব্যাটারি ভেরিয়েন্টে পাওয়া যাবে:

৪২ কিলোওয়াটআওয়ার ব্যাটারি প্যাক: রেঞ্জ ৩৯০ কিলোমিটার।

৫১.৪ কিলোওয়াটআওয়ার ব্যাটারি প্যাক: রেঞ্জ ৪৭৩ কিলোমিটার।


গাড়িটি টপ-এন্ড সংস্করণে ১৭১ বিএইচপি পাওয়ার উত্পাদন করবে এবং ০-১০০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে সময় নেবে মাত্র ৭.৯ সেকেন্ড।

চার্জিং সুবিধা:

ফাস্ট ডিসি চার্জার: মাত্র ৮০ মিনিটে ব্যাটারি চার্জ করবে।

১১ কিলোওয়াট ওয়াল বক্স চার্জার: সম্পূর্ণ চার্জ করতে সময় লাগবে ৪ ঘণ্টা।


ডিজাইন ও স্টাইলিং:

ক্রেটা ইলেকট্রিকের ডিজাইনে রয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন:

নতুন এরোডাইনামিক অ্যালয় হুইল।

সক্রিয় অ্যারো ফ্ল্যাপ।

টুইকড ফ্রন্ট-এন্ড ও পিক্সেলেটেড ডিজাইন।

সামনের চার্জিং পোর্ট এবং ২২ লিটারের ফ্রন্ট স্টোরেজ স্পেস।


গাড়িটির বডি আটটি মনোটোন এবং দুটি ডুয়ালটোন রঙে পাওয়া যাবে। ভেরিয়েন্টগুলোর মধ্যে রয়েছে এক্সিকিউটিভ, স্মার্ট, প্রিমিয়াম, এবং এক্সেলেন্স।

ইন্টেরিয়র ও প্রযুক্তি:

ক্রেটা ইলেকট্রিকের কেবিনে ব্যবহার করা হয়েছে রিসাইকেল উপাদান এবং কৃত্রিম চামড়া।

ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

ডুয়াল ১০.২৫ ইঞ্চি স্ক্রিন।

নতুন স্টিয়ারিং হুইল এবং মোর্স কোড ডিজাইন।

ডার্ক নেভি ও গ্রানাইট গ্রে থিমের ডুয়াল টোন ইন্টেরিয়র।

নীল অ্যাম্বিয়েন্ট লাইটিং।


ফিচারস:

গাড়িতে আধুনিক সব ফিচার যুক্ত করা হয়েছে, যেমন:

ভি২এল প্রযুক্তি: বাহ্যিক ডিভাইস চার্জের সুবিধা।

ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল।

প্যানোরামিক সানরুফ।

এডিএএস লেভেল ২ প্রযুক্তি।

লিঙ্কড রিজেনারেটিভ ব্রেকিং।

সিঙ্গেল প্যাডেল ড্রাইভিং।


উন্নত প্রযুক্তি ও পরিবেশবান্ধব গাড়ি:

হুন্দাই ক্রেটা ইলেকট্রিক শুধু উন্নত প্রযুক্তির জন্যই নয়, বরং পরিবেশবান্ধব ফিচারের জন্যও পরিচিতি পাবে। গাড়িটি নির্গমন কমানোর পাশাপাশি আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে।

২০২৫ সালে ক্রেটা ইলেকট্রিক বাজারে বৈদ্যুতিক গাড়ির নতুন মাপকাঠি স্থাপন করতে পারে। উন্নত ফিচার, পরিবেশবান্ধব প্রযুক্তি, এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে এটি ক্রেতাদের কাছে একটি আকর্ষণীয় পছন্দ হয়ে উঠবে।

জাগতিক/ জেএএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সৌরশক্তিতে চলবে বৈদ্যুতিক গাড়ি, বিদ্যুৎ বিলের চিন্তা শেষ
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় অপরিহার্য
টাঙ্গাইলে পর্নোগ্রাফি মামলায় স্কুলছাত্রী গ্রেফতার, তথ্যপ্রযুক্তির মাধ্যমে রহস্য উদঘাটন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ, মোদী অনিশ্চিত