logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চিরতার জলের উপকারিতা: শরীরের নানা সমস্যার সমাধান প্রাকৃতিক উপায়ে

অনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯
ছবি: সংগৃহীত

তিতকুটে স্বাদের কারণে চিরতার জল খাওয়ার কথা শুনলেই অনেকের মুখ গোমড়া হয়ে যায়। তবে এই ভেষজের অসাধারণ গুণাগুণের কথা জানলে হয়তো সেই ধারণা বদলে যাবে। চিরতার জল শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং বিভিন্ন সমস্যার কার্যকরী সমাধান হিসেবে কাজ করে।

চিরতার জল হজমে সহায়ক এনজাইম নিঃসরণে সাহায্য করে। গ্যাস, অম্বল, পেটফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় এটি অত্যন্ত কার্যকর।

এতে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে। চিরতার অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান ক্ষতিকর প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে।

শীতকালে অ্যালার্জি, চোখ ফোলা, সর্দিকাশি এবং হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যায় চিরতার জল অত্যন্ত উপকারী।

চিরতার জল লিভার ও কিডনিতে জমা টক্সিন এবং অপ্রয়োজনীয় ফ্যাট দূর করতে সহায়তা করে। এটি দেহকে ভেতর থেকে পরিষ্কার করে।

এক গ্লাস ঈষদুষ্ণ জলে এক চা চামচ চিরতার পাতা ভিজিয়ে রাখুন। ২. সারারাত রেখে সকালে খালি পেটে সেই জল পান করুন। ৩. স্বাদ কিছুটা তিতকুটে হওয়ায় অল্প পরিমাণ মধু মিশিয়ে নিতে পারেন।

নিয়মিত চিরতার জল খাওয়ার মাধ্যমে সুস্থ জীবনযাপন সম্ভব। তবে এটি অত্যধিক পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন।
কোনো বিশেষ শারীরিক সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিরতার জল পান করুন।

চিরতার জল শুধু একটি ভেষজ পানীয় নয়, এটি শরীরকে ভেতর থেকে সুস্থ ও প্রাণবন্ত রাখার একটি প্রাকৃতিক সমাধান। নিয়মিত চিরতার জল পান করে শরীরকে নানা সমস্যার হাত থেকে রক্ষা করা সম্ভব।

জাগতিক /এসআই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়