logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পরীমণির প্রাক্তন স্বামীর মৃত্যু

বিনোদন ডেস্ক

  ২৩ নভেম্বর ২০২৪, ১৫:১১
ছবি: সংগৃহীত

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ গণমাধ্যমকে জানান, ভোরে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে ইসমাইল হোসেন জমাদ্দার গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইসমাইলের সঙ্গী মনিরও আহত হন এবং পঙ্গু হাসপাতালে তার একটি পা কেটে ফেলতে হয়।


ইসমাইলের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা। তার বাবা জাকির হোসেন জমাদ্দার একজন ব্যাংক কর্মকর্তা।

২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিয়ে করেছিলেন ইসমাইল। তবে পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর ইসমাইল আবার বিয়ে করেন এবং তার দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই সন্তান রয়েছে।


ইসমাইল ও তার বন্ধু মনির বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তারা দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ইসমাইলের চাচা কবির হোসেন জমাদ্দার বলেন, "ইসমাইলের মরদেহ শুক্রবার রাতে বাড়িতে আনা হয় এবং রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


ইসমাইলের মৃত্যুতে পরীমণি কোনো মন্তব্য করেননি। তবে বিনোদন জগতে তার সঙ্গে ইসমাইলের সম্পর্ক নিয়ে অতীতে আলোচনা হয়েছিল।


ইসমাইলের আকস্মিক মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকাবাসী শোকে মুহ্যমান। তাদের আশা, সড়ক দুর্ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ বের করা হবে এবং এমন ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

জাগতিক /জেএএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12