পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ ঢাকায় গান গাইতে আসছেন

ঢাকায় আসছেন পাকিস্তানি জনপ্রিয় গায়ক মুস্তাফা জাহিদ! আগামী ১১ এপ্রিল রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার ‘মেলোডি আনলিশড’ কনসার্ট। এই আয়োজনে তার হৃদয়স্পর্শী গান ও শক্তিশালী কণ্ঠে দর্শকরা উপভোগ করবেন এক অনন্য সন্ধ্যা।
মুস্তাফা জাহিদ, যিনি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন, রক ব্যান্ড ‘জুনুন’-এর সাবেক প্রধান গায়ক আলি আজমতের ভাগ্নে। ২০০৭ সালে তার দুটি গান হিন্দি সিনেমা ‘আওয়ারাপানে’ ব্যবহার হয়, যা তাকে বলিউডে পরিচিতি এনে দেয়। এর পর থেকে তিনি ‘আশিকী ২’ ও ‘এক ভিলেন’ সিনেমায় প্লেব্যাক করেছেন, যা তার জনপ্রিয়তার আরও বিস্তার ঘটিয়েছে।
এটি পাকিস্তানি শিল্পীদের জন্য ঢাকায় বছরভর বেড়েছে কনসার্টের আয়োজন। গত বছর থেকেই পাকিস্তানি শিল্পীরা ঢাকায় কনসার্ট করছেন, এবং আগামী ২ মে ইউনাইটেড কনভেনশন সেন্টারে 'আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা' কনসার্টেও অংশ নেবেন জুনুনের শিল্পী আলী আজমত।
এবারের কনসার্টে মুস্তাফা জাহিদের গানে ঢাকার দর্শকরা চমৎকার একটি সাংস্কৃতিক অভিজ্ঞতার সাক্ষী হবেন।
মন্তব্য করুন