ঈদুল আজহায় মুক্তি
মোশাররফ করিমের নতুন থ্রিলার সিনেমা ‘চক্কর ৩০২

দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করা মোশাররফ করিম এবার হাজির হচ্ছেন নতুন সিনেমা ‘চক্কর ৩০২’-এ, যেখানে তিনি পুলিশ কর্মকর্তা মঈনুল চরিত্রে অভিনয় করছেন। ঈদুল আজহায় মুক্তি পাবে এই থ্রিলার সিনেমা, যার গল্প ঘিরে থাকবে রহস্য ও মানবিক সম্পর্কের উপাদান। সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন এবং এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
‘চক্কর ৩০২’ মূলত সরকারি অনুদানে নির্মিত এবং প্রথমে এর নাম ছিল ‘বিচারালয়’, পরে মন্ত্রণালয়ের নির্দেশে নাম পরিবর্তন করা হয়। সিনেমাটি গল্পে তুলে ধরা হবে মানুষের সম্পর্ক, রহস্য এবং জীবনের অন্ধকার দিকগুলি। মোশাররফ করিম নিজে বলেন, “পরিচালক জীবন আমার পছন্দের মানুষ। তাঁর কাজের ধরন আলাদা এবং আশা করি, দর্শকরা গল্পের সঙ্গে কানেক্ট করতে পারবে।”
পরিচালক জানান, ঈদে মুক্তি পাবার পর সিনেমাটি দেশের বিভিন্ন হলে প্রদর্শিত হবে এবং বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দেওয়া হবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন