ঈদে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’

ঈদুল ফিতরে বড় পর্দায় আসছে অভিনেতা মোশাররফ করিমের নতুন সিনেমা ‘চক্কর ৩০২’। নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে প্রস্তুতি নিচ্ছে মুক্তির জন্য। পরিচালক জীবন জানিয়েছেন, আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা খুব শিগগিরই আসবে।
জীবন জানান, এই সিনেমাটি গল্পনির্ভর হওয়ায় প্রচারণার জন্য খুব বেশি কনটেন্ট থাকবে না। তবে, মুক্তির দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে প্রচারণা শুরু হবে। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হওয়ায় এটি তথ্য মন্ত্রণালয় থেকে সেন্সর হয়েছে।
এছাড়াও রোজার ঈদে আরও কয়েকটি বড় সিনেমা মুক্তি পাবে, যেমন শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’ এবং আফরান নিশোর ‘দাগি’। তবে, জীবন এই প্রতিযোগিতাকে কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না, বরং তিনি বিশ্বাস করেন যে, গল্পটি দর্শকদের সঙ্গে কানেক্ট করবে।
‘চক্কর ৩০২’ সিনেমায় মোশাররফ করিম একজন গোয়েন্দা পুলিশ চরিত্রে অভিনয় করেছেন, যার নাম মইনুল। তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। সিনেমার প্রথম পোস্টার গত বছরের মার্চে প্রকাশ করা হয়েছিল।
জাগতিক /এস আই
মন্তব্য করুন