এক যুগের প্রেমের পূর্ণতা
মেহজাবীন ও রাজীবের নতুন জীবনের শুরু

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব অবশেষে তাদের দীর্ঘ ১৩ বছরের সম্পর্ককে পূর্ণতা দিলেন। গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে, আনুষ্ঠানিকভাবে আকদ সম্পন্ন করেন এই তারকা জুটি। এরপর, ২৪ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাউজিংয়ে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
এই বিশেষ মুহূর্তের একদিন পর, আজ দুপুরে ফেসবুকে প্রথমবারের মতো স্ত্রী মেহজাবীনের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন রাজীব। সেখানে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন,
"আমি কেবল একজন সাধারণ মানুষ, শিল্প তৈরি করার জন্য প্রয়াসী—চেহারা এবং প্রতিভা উভয় ক্ষেত্রেই সহজ। তবুও, কোনো না কোনোভাবে, ঈশ্বর সবসময় আমাকে আমার প্রাপ্যের চেয়ে বেশি আশীর্বাদ করেছেন।"
মেহজাবীনকে উদ্দেশ করে তিনি আরও লেখেন,
"আমি মনে করি তিনি আমাকে অনুগ্রহ করেছেন, এবং এখন, তিনি আমাকে আপনাকে দিয়েছেন—সব থেকে সুন্দর এবং মূল্যবান উপহার। ১৩ বছর ধরে আপনি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু। এখান চিরকালের জন্য।"
রাজীবের এই আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের বন্যায় ভরে যায় কমেন্ট বক্স। অভিনন্দন জানাতে ভোলেননি শাহনাজ খুশী, চয়নিকা চৌধুরী, শ্যামল মাওলা, জিনাত সানু স্বাগতাসহ অনেক তারকা ও শুভাকাঙ্ক্ষী।
বহু জল্পনা-কল্পনার পর, অবশেষে একসঙ্গে পথচলা শুরু করলেন মেহজাবীন ও রাজীব। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইলো!
মন্তব্য করুন