logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অবশেষে মেহজাবীন ও রাজীবের বিয়ের তারিখ ঘোষণা, ২৪ ফেব্রুয়ারি হবে দ্য বিগ ডে

অনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮
ছবি: সংগৃহীত

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত সংবাদ অনুযায়ী, তারা ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরের একটি রিসোর্টে গায়ে হলুদ এবং ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

তবে, ২০২৩ সালের মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, তারা দুই বছর আগে বিয়ে করেছেন এবং গুলশানে একসঙ্গে বসবাস করছেন।

এছাড়া, ২০২২ সালের নভেম্বরে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, তারা দুই বছর আগে বিয়ে করেছেন এবং একে অপরের পারিবারিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

তবে, মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব এই সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থাকলেও, তারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

জাগতিক /এআর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মেহজাবীন ও রাজীবের নতুন জীবনের শুরু
‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নিয়ে ফিরছেন জোভান-মেহজাবীন
12