logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিয়ের জন্য নিক জোনাসকে কঠিন শর্ত জুড়ে দিয়েছিলো ডন সিনেমার জংলী বিল্লি প্রিয়াঙ্কা

বিনোদোন ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৯
ছবি: সংগৃহীত

সম্প্রতি অতীত প্রেমের সম্পর্কের বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়। স্বাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পুরনো সম্পর্কের কারণে জীবনসঙ্গী নির্বাচনে অনেক সচেতন ছিলেন তিনি। তিনি বলেন নিক জোনাসের সঙ্গে ডেটিং শুরু করার আগে তিনি বেশ কিছু বিষয় নিয়ে দ্বিধায় ছিলেন। বিয়ের জন্য নিক জোনাসকে কঠিন শর্ত জুড়ে দিয়েছিলো ডন সিনেমার জংলী বিল্লি ।

আমেরিকার ফ্যাশন ম্যাগাজিন Harper's Bazaar সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “প্রথমত, সততা—কারণ আমি আগের কিছু সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছি। আমাকে যেনো কখনো ঠকানো না হয়। দ্বিতীয়ত, আমার এমন একজন সঙ্গী প্রয়োজন ছিলো, যে পরিবারের গুরুত্ব বুঝবে। তৃতীয়ত, তার কাজের প্রতি সিরিয়াস থাকা, কারণ আমি নিজের ক্যারিয়ারকে খুব গুরুত্ব দেই। চতুর্থত, আমার চাওয়া ছিলো একজন স্বপ্নবাজ মানুষ—যেন আমরা একসাথে বড় কিছু করতে পারি। আর পঞ্চমত, জীবন সঙ্গীকে আত্নবিশ্বাসি ও অদম্য ইচ্ছার অধিকারি হতে হবে ।”

প্রিয়াঙ্কা আরও বলেন, “আমি যদি নিকের মধ্যে এগুলো না পেতাম, তাহলে তাকে বিয়ে করতাম না। জীবনসঙ্গী নির্বাচন শুধু ভালোবাসার ব্যপার নয়, বরং এখানে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রিয়াঙ্কা আরো উল্লেখ করেন অতীত সম্পর্কগুলো তাকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী নারী হিসেবে গড়ে তুলেছে।

যদিও প্রিয়াঙ্কা চোপড়া সাধারণত তার ব্যক্তিগত জীবন গোপন রাখার চেষ্টা করেন, তবে অতীতে কিছু সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিলো। এদের মধ্যে শাহিদ কাপুর অন্যতম। ২০০৮-২০১০ সালের দিকে শাহিদ কাপুরের সাথে সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছিল। যদিও তারা কখনই আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের কথা স্বীকার করেননি।

তবে, ২০১০ সালের শেষ দিকে কিছু মিডিয়া রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়া শাহরুখ ও প্রিয়াংকার ঘনিষ্টতা সকলের সামনের নিয়ে আসে। গৌরী খানের কর্মকাণ্ড এই গুঞ্জনের পালে হাওয়া বাড়িয়ে দেয়। কিন্তু শাহরুখ এবং প্রিয়াঙ্কা উভয়ই এসব গুঞ্জন অস্বীকার করেছেন এবং তাদের সম্পর্ক কেবলমাত্র পেশাদার ও বন্ধুত্বপূর্ণ ছিল বলে দাবি করেছেন।

এছাড়াও, কিছু প্রতিবেদনে প্রিয়াঙ্কার নাম বিভিন্ন বলিউড অভিনেতা এবং ব্যবসায়ী ব্যক্তিত্বদের সঙ্গে জড়িত ছিল, তবে কখনোই এসব সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন নি তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
উর্বশী নিজেকে শাহরুখ খানের সাথে তুলনা করে
মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ
‘পাঠান ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত, খুশি শাহরুখ!
চতুর্থ বিয়ের স্বপ্ন দেখছে লাকি আলী
12