logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নিরব ও পরীমনি জুটি বাঁধছেন ‘গোলাপ’-এ

জাগতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫
ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেতা নিরব সম্প্রতি ‘গোলাপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর জানা যায়, নিরব গোলাপ নামীয় চরিত্রে অভিনয় করবেন। প্রথমে নায়িকার নাম প্রকাশ করা না হলেও এখন নিশ্চিত হলো, 'গোলাপ' সিনেমায় নায়িকা হিসেবে পরীমনিই থাকছেন।

‘গোলাপ’ একটি পলিটিক্যাল থ্রিলার সিনেমা, যা পরিচালনা করবেন শামসুল হুদা। চলতি ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হবে। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন নিরব ও পরীমনি।

নিরব তার চরিত্র সম্পর্কে বলেন, "এই গোলাপ সুবাস নয়, রক্ত ছরাবে…!" আর পরীমনি জানান, তার চরিত্রের নাম রুপা। গল্পে রুপা নাচবে, প্রেম করবে এবং লড়াইও করবে। তিনি আশা করছেন তাদের জুটি দর্শকরা পছন্দ করবেন।

এ বিষয়ে পরিচালক শামসুল হুদা বলেন, ‘গোলাপ’ একটি মৌলিক সাসপেন্স থ্রিলার হবে, যা কোনো বিদেশি সিনেমার অনুকরণ নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মেহজাবীন ও রাজীবের নতুন জীবনের শুরু
রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু,
জামিন পেয়ে পরীমনির অনুভূতি
নতুন সাউথ ইন্ডিয়ান লুকে শবনম বুবলী
12