logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মুসলিম রীতিতে বিয়ে হচ্ছে বলিউড অভিনেত্রীর

অনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এবার তিনি পাকিস্তানি অভিনেতা ও পুলিশ কর্মকর্তা দোদি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি সাওয়ান্ত এই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাখি সাওয়ান্ত বলেন, "তিনি আমার প্রেম। আমরা একে অপরকে ভালোবাসি। তিনি পাকিস্তানের, আমি ভারতীয়। তাই আমরা সেভাবেই বিয়ে করব।" তিনি আরও জানান, পাকিস্তানে ঐতিহ্যবাহী ইসলামী রীতিতে তাদের বিয়ে হবে, এরপর ভারতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দোদি খান পাকিস্তানের একজন সুপরিচিত অভিনেতা, পুলিশ কর্মকর্তা এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি একটি ব্যবসায়ী পরিবার থেকে আসছেন এবং পাকিস্তানি অভিনেতা নাবিল জাফরকে তার পরামর্শদাতা হিসেবে মনে করেন। দোদি খান বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ভক্ত এবং তার অভিনয় দ্বারা প্রভাবিত।

এর আগে, রাখি সাওয়ান্ত ২০১৯ সালে রিতেশ রাজ সিং এবং ২০২২ সালে আদিল খান দুররানিকে বিয়ে করেছিলেন। তবে উভয় সম্পর্কই বিচ্ছেদে শেষ হয়। আদিলের সঙ্গে সম্পর্কের সময় রাখি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজের নাম পরিবর্তন করে ফাতিমা রেখেছিলেন।

রাখি সাওয়ান্তের এই নতুন সম্পর্ক এবং আসন্ন বিয়ে নিয়ে বলিউড ও পাকিস্তানের বিনোদন জগতে ব্যাপক আলোচনা চলছে। ভক্তরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
১১৬ ‍উইকেট শিকার পাকিস্তানি পেসার হাসান আলি
পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ ঢাকায় গান গাইতে আসছেন
বেলুচ বিদ্রোহীদের হামলায় ৯০ পাকিস্তানি সেনা নিহত
‘পাঠান ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত, খুশি শাহরুখ!
12