logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জামিন পেয়ে পরীমনির অনুভূতি

অনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৬
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, পরীমনি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে হাস্যোজ্জ্বলভাবে আদালতে প্রবেশ করেন। জামিন পাওয়ার পর, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। পরীমনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "একদম শুরু থেকেই আইনের প্রতি আমার শ্রদ্ধা আর বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাস থেকেই এখানে।"

এ অভিনেত্রী আরও জানান, "আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন। আমাকে নিয়ে আপনারা যেভাবে ভাবছেন, সেটি দেখে নিজের কষ্ট ভুলে গেছি। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমি কাল থেকে আপনাদের ভালোবাসা পাচ্ছি। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো।"

তিনি বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর এ কারণেই একদম শেষ অবধি আমি বিশ্বাস রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাবো। আর আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।"

গত বছরের ১৮ মার্চ ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর জন্য মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ঢাকা জেলার পিবিআই। একই বছরের ১৮ এপ্রিল, পিবিআই’র দেওয়া প্রতিবেদন গ্রহণ করে আদালত পরীমনিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। পরবর্তীতে ২৬ জুন, পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

পরীমনি এবং নাছির উদ্দিন মাহমুদ এর আগে দীর্ঘ সময় ধরে বিতর্কিত অবস্থায় ছিলেন। ২০২২ সালের ৬ জুলাই, ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ মামলাটি দায়ের করেন।
জামিন পাওয়ার পর পরীমনির আইনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের কথা শুনে তার অনুরাগীরা তাকে আরও বেশি সমর্থন জানিয়েছেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নিরব ও পরীমনি জুটি বাঁধছেন ‘গোলাপ’-এ
জয় আমার দুলাভাই গুঞ্জনের জবাবে, পরীমনি:
পরীমনির বিগ বসে অংশ নেওয়ার গুঞ্জন
12